রুদ্ধশ্বাস ম‍্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত ভারত

0
129

স্পোর্টস ডেস্কঃ

রুদ্ধশ্বাস ম‍্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হল ভারত। টি-২০সিরিজের বৃষ্টি বিঘ্নিত প্রথম ম‍্যাচে ১৭ ওভারের খেলায় মাত্র ৪ রানে হেরে গেল ভারত।

ছবি সৌজন‍্যে-https://twitter.com/news24tvchannel/status/1065213034438713345?s=19

টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব‍্যাট করতে পাঠায় ভারত। কিন্তু১৬.১ ওভারের পরে অস্ট্রেলিয়ার স্কোর যখন ৩ উইকেটে১৫৩ রান , তখনই বৃষ্টি নামে। অবশেষে ম‍্যাচ ১৭ ওভারের করে দেওয়া হয়। অস্ট্রেলিয়া ১৭ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান তোলে। অস্ট্রেলিয়ার হয়ে গ্লেন ম‍্যাক্সওয়েল ঝোড়ো ২৪ বলে ৪৬, ক্রিস লিন ২০ বলে ৩৭ ও মার্কাস স্টোয়নিস ১৯ বলে ৩৩ রান করে নট আউট থাকেন। ভারতের হয়ে কুলদীপ যাদব ৪ ওভার বল করে ২৪ রানের বিনিময়ে ২টি, জসপ্রীত বুমরাহ ৩ ওভারে২১ রান দিয়ে ১টি উইকেট নেন। ভুবনেশ্বর কুমার কোনও উইকেট না পেলেও ৩ ওভারে মাত্র ১৫ রান দেন।

ছবি সৌজন্যে-https://twitter.com/CricketNDTV/status/1065185680702156801?s=19

কিন্তু ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে ভারতের টার্গেট দাঁড়ায় ১৭ ওভারে ১৭৪। জবাবে ব‍্যাট করতে নেমে ভারত একদিকে পরপর রোহিত শর্মা(৭), লোকেশ রাহুল(১৩) ও বিরাট কোহলির(৪) উইকেট হারালেও অন‍্যদিকে শিখর ধাওয়ান ছিলেন আক্রমণাত্মক। তিনি ৪২ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ঋষভ প‍্যান্ট করেন ২০। শেষ ওভারে প্রয়োজন ছিল১৩ রানের। কিন্তু  মার্ক স্টোয়নিস দীনেশ কার্ত্তিক( মাত্র ১৩ বলে ৩০ রান) ও ক্রুনাল পান্ডিয়ার (২) গুরুত্বপূর্ণ ২ টি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন। ভারত শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৯ রান তোলে।

অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম‍্যান অফ দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন।

 

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here