করোনার জন্য ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন

0
141

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

করোনার জন্য বাতিল হয়েছে একাধিক টুর্নামেন্ট। চলতি বছর উইম্বলডন বাতিল হয়েছিল, পিছিয়ে গিয়েছিল ফরাসি ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন। ঠিক হল জানুয়ারি নয় শুরু হবে ৮ ফেব্রুয়ারি থেকে। চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। শনিবার জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের প্রধান আয়োজক ক্রেইগ টিলি। অর্থাৎ ১০০ বছরেরও বেশি সময় পরে প্রথমবারের জন্য পিছিয়ে গেল ঐতিহ্যশালী টুর্নামেন্টটি।

Australia Open | newsfront.co

মাঝে করোনা চলে গিয়েছিল অস্ট্রেলিয়ায় তাই ভারত ও অস্ট্রেলিয়া সিরিজে মাঠে দর্শক ঢোকার অনুমতি দেয় অস্ট্রেলিয়া সরকার। তবে নতুন করে সিডনিতে করোনা সংক্রমণের হার বেড়েছে। তাই পিছিয়ে দেওয়া হল তবে ফেব্রুয়ারীতে অস্ট্রেলিয়ান ওপেন হবে আশাবাদী উদ্যোক্তারা।

আরও পড়ুনঃ হেরে ব্যাটসম্যানদের দুষলেন বিরাট

ঠিক হয়েছে ১০ থেকে ১৩ জানুয়ারি দোহা এবং দুবাইয়ে পুরুষ-মহিলাদের কোয়ালিফাইয়িং রাউন্ড খেলা হবে। ১৫ জানুয়ারি থেকে সমস্ত খেলোয়াড় কোয়ারেন্টিন থেকে তারপর মেলবোর্নে ৮ ফেব্রুয়ারী থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন সুষ্ঠুভাবে টুর্নামেন্ট শেষ হবে আশা উদ্যোক্তাদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here