অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ
চলতি মাসের ২৭ তারিখ থেকে ওয়ান ডে সিরিজ দিয়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া বাইশ গজের লড়াই। সিরিজে অংশ নিতে বুধবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারত। অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-২০ ও চারটি টেস্ট ম্যাচ খেলা হবে দু’দলের মধ্যে।
আর আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে টি-২০ সিরিজ। সেই সিরিজে বিশেষ জার্সি পরে খেলবে অ্যারন ফিঞ্চরা। নিজেদের স্বকীয়তা ও আদিবাসীদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে মূলত এই বিশেষ জার্সি পরবে তারা। অজি তারকা পেসার মিচেল স্টার্ক ইতিমধ্যে সেই জার্সি গায়ে ছবিও আপলোড করেছেন।
আরও পড়ুনঃ ফিরছে ‘৯২ বিশ্বকাপের জার্সি, অস্ট্রেলিয়া সফরে রেট্রো লুকে কোহলিরা
প্রায় দেড়শ বছর আগে ১৮৬৮ সালে প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া দল। আদিবাসীদের নিয়ে গড়া সেই দল মাত্র তিন মাসের মধ্যে খেলেছিল ৪৭টি ম্যাচ। তাদের স্মৃতিতেই তৈরি করা হয়েছে নতুন এই জার্সি।
আরও পড়ুনঃ ডনের দেশে পাড়ি দিল টিম কোহলি
জার্সিতে থাকা আর্টওয়ার্কটি ডিজাইন করেছেন ১৮৬৮ সালের সেই সফরে থাকা অন্যতম সদস্য গ্রনগারঙের বংশধর ফিওনা ক্লার্ক। এই আর্টওয়ার্কটি ধাপে ধাপে আদিবাসী ক্রিকেটারদের অতীত, বর্তমান ও ভবিষ্যতের বর্ণনা দেয়। এই জার্সির কো-ডিজাইনার হলেন কোর্টনি হাগেন, বাচুলা, গুবি গুবি এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার আদিবাসী ক্রিকেট বিষয়ক বিশেষ দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584