মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
সাহিত্য অ্যাকাডেমির ‘ফেলো’ সম্মানে সম্মানিত হলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যজগতে এ এক অনন্য সম্মান। যাঁরা সংস্থার মতে ‘অমর সাহিত্যের স্রষ্টা’, সেই সকল সাহিত্যিকদেরই এই ‘ফেলো’ সম্মান জানায় অ্যাকাডেমি। এটি মূলত অ্যাকাডেমির সর্বোচ্চ সম্মান। তবে এবছর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাশাপাশি আরও সাত জন ভারতীয় লেখককে এই সম্মান জানিয়েছে সাহিত্য অ্যাকাডেমি।
বিভিন্ন ভারতীয় ভাষার সাহিত্যিক রয়েছেন সেই তালিকায়। ‘ফেলো’ সম্মানের তালিকায় যেমন রয়েছেন রাসকিন বন্ড, তেমনই রয়েছেন বালচন্দ্রন নেমাড়ে। বাংলায় সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ-এর পর এবার আরও একজন কথাসাহিত্যিক ‘ফেলো’ নির্বাচিত হলেন।
এর আগে বিদ্যাসাগর পুরস্কার, আনন্দ পুরস্কার, সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার-সহ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁর সৃষ্টি আজও আমাদের মনে করিয়ে দেয় ‘মনোজদের অদ্ভূতের বাড়ি’র কথা, মনে করিয়ে দেয় ‘গোঁসাইবাগানের ভূত’ কিংবা ‘পাতালঘর’এর কথা।
আরও পড়ুনঃ পুজোর পর আসছে ‘অল্প হলেও সত্যি’
১৯৬৭ সালে প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’-তেই পাঠকের মন জয় করেছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তার পর একে একে প্রকাশিত হয় তাঁর লেখা ‘কাগজের বউ’, ‘যাও পাখি’, ‘মানবজমিন’, ‘দূরবীন’-এর মতো সাড়া জাগানো উপন্যাস।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584