পিয়ালী দাস, বীরভূমঃ
বোলপুরে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে খুদে পড়ুয়াদের অর্ধনগ্ন করে ক্লাস করানোর অভিযোগ প্রমাণিত হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ সরিয়ে দিল বোলপুরের মাদার টেরিজা স্কুলের প্রিন্সিপাল সিস্টার অর্চনাকে।
রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করে বীরভূমের জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছিলেন। শিক্ষামন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করে। বীরভূমের জেলাশাসক মৌমিতা গদারা বসু জানিয়েছেন তদন্ত রিপোর্টে চূড়ান্ত গাফিলতি এবং দোষ প্রমাণিত হয়।
ঘটনার পর থেকেই শিশু পড়ুয়াদের অভিভাবকরা দাবি করে আসছিলেন অবিলম্বে স্কুলের প্রিন্সিপাল সিস্টার অর্চনাকে অপসারণ করতে হবে। সোমবার সকালে খবর আসে অভিযুক্ত প্রিন্সিপালকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরে খুশির জোয়ার অভিভাবকদের মধ্যে।
এক শিশু পরিবার অভিভাবক রাজেশ শর্মা জানান প্রিন্সিপাল যে কাজ করেছে শিশুদের সাথে অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়। নৃশংস ঘটনার পর থেকেই অভিভাবকরা এককাট্টা হয়ে প্রিন্সিপালের অপসারণ চেয়েছিল আমরা খুশি ওনাকে স্কুল থেকে সরিয়ে দেওয়ার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584