১ এপ্রিল থেকে অটো ডেবিট নিয়মে পরিবর্তন, জানাল রিজার্ভ ব্যাংক

0
118

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

আগামী ১ এপ্রিল ডেবিট কার্ডের অটো পেমেন্টের নীতিতে আসছে বদল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে অটোমেটিক বা রেকারিং পেমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়া হবে ১ এপ্রিল থেকে। কারণ আরবিআই ৩১ মার্চের পর এডিশনাল ফ্যাক্টর অফ অথেন্টিকেশন (‌এএফএ)‌ বাধ্যতামূলক করছে।

rbi | newsfront.co
প্রতীকী চিত্র

আরবিআই আগেই জানিয়েছিল যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এবং অন্যান্য প্রিপেড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে রেকারিং বা অটোমেটিক পেমেন্টের জন্য ১ এপ্রিল থেকে এএফএ বাধ্যতামূলক। নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্ককে যে কোনও আসন্ন রেকারিং পেমেন্টের বিষয়ে গ্রাহককে আগে থেকে জানাতে হবে এবং সংশ্লিষ্ট গ্রাহকের সম্মতি পাওয়ার পরে টাকা কাটা হবে।

আরও পড়ুনঃ এবার পোস্ট অফিস থেকেও বানানো যাবে প্যান কার্ড

ইদানিং অনেকেই ওটিটি মাধ্যমে বিনোদনমূলক অনেক কিছু দেখে থাকেন। এই ধরনের প্রিপেড স্ট্রিমিং সার্ভিসে প্রতিমাসের শুরুতেই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়। কিন্তু এবার থেকে সেই টাকা কাটার আগে নিতে হবে অনুমতি। টাকা কাটার আগে ই-মেল বা এসএমএস যাবে গ্রাহকের ফোনে। গ্রাহকের সম্মতি পাওয়া গেলে তবেই ব্যাংক টাকা কাটবে। আবার গ্রাহক চাইলে পেমেন্ট বাতিল করে দিতে পারেন।

এই অতিরিক্ত পরিষেবার জন্য কোনও মাশুলও দিতে হবে না ব্যাঙ্ককে। অন্যদিকে কার্ড বা ই-ওয়ালেট থেকে এভাবে মাসে সর্বাধিক ৫০০০ টাকা কাটা যাবে। তার বেশি টাকা কাটার আগে গ্রাহককে ওটিপি দিতে হবে।২০১৯ সালের অগাস্ট মাসে কেন্দ্রীয় ব্যাঙ্ক সব নথিভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক, কার্ড পেমেন্ট নেটওয়ার্ক, প্রিপেড ইনস্ট্রুমেন্ট ইস্যুকারী সংস্থা, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে বিজ্ঞপ্তি দিয়ে রেকারিং লেনদেনের ক্ষেত্রে এই বড় বদলের কথা জানিয়ে দেয়।

আরও পড়ুনঃ উধাও রবীন্দ্রনাথের ছবি! বদলে গেল শান্তিনিকেতন এক্সপ্রেস

পাশাপাশি এই বদলের ২০২১ সালের ৩১ মার্চ ডেডলাইন এই মর্মে সার্কুলার জারি করে আরবিআই।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিয়মবিধি না হলে ৩১ মার্চের পর আর এ ধরনের লেনদেন করা যাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here