নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এটিএম চুরির ঘটনা আজকাল খুব সাধারণ ঘটনা কিন্তু কেউ হারিয়ে যাওয়া এটিএম কার্ড ফেরত দিতে পারে তা সত্যি বিরল ঘটনা। পরোপকারের উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হলো মেদিনীপুর শহরে।এটিএম মেশিনে ছেড়ে আসা এটিএম কার্ড গ্রাহকের হাতে ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন পেশায় মালবাহী অটোচালক দিলীপ কুমার আড়ি।
মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ শহরের জগন্নাথ মন্দির চকের একটি রাষ্ট্রয়ত্ব ব্যাংকের এটিএমে টাকা তুলতে গিয়েছিলেন সুজাগঞ্জের বাসিন্দা চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া।
টাকা তোলার পর তাড়াহুড়োতে সুদীপবাবু বর্তমান নতুন লকিং সিস্টেমে আটকে থাকা এটিএম কার্ডটা মেশিন থেকে নিতে ভুলে যান।এটিএম কাউন্টার থেকে বেরিয়ে তিনি ডিম কিনতে রাস্তার উল্লোদিকের দোকানে যান,মিনিট কয়েকের মধ্যেই ওই এটিএমে সুদীপবাবুর ঠিক পরেই এটিএম এ অপেক্ষারত দিলীপবাবু সুদীপবাবুকে এসে বলেন,’দাদা এই যে আপনার কার্ডটা, আপনি এটিএম মেশিনে ছেড়ে এসেছিলেন, আপনার গেঞ্জি দেখে আপনাকে চিনতে পেরেছি।’ তখন হুঁশ ফেরে সুদীপবাবুর।
মানিপার্স বের করে দেখেন তাতে এটিএম কার্ড নেই।সুদীপবাবু ধন্যবাদ জানান দিলীপ বাবুকে।বয়স চল্লিশের দিলীপ কুমার আড়ির বাড়ি কেশপুরে হলেও বর্তমানে পালবাড়িতে থাকেন।সুদীপবাবু জানান, ‘আজ দিলীপবাবু সাহায্যের হাত না বাড়িয়ে দিলে স্কুল বেরোবার ঠিক আগে আগে বেশ ঝামেলায় পড়ে যেতাম আর এখনও দিলীপ বাবুদের মতো পরোপকারী অনেক মানুষ আছেন বলেই না বাধা বিপত্তির মাঝেও সমাজ এগোচ্ছে।’ দিলীপ কুমার আড়ি একজন মানুষ হিসেবে আর একজন মানুষের পাশে দাঁড়িয়েছেন এমন কথাই বললেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584