জেলায় নেই কর্মসংস্থান, মালয়েশিয়ায় ক্রিতদাসের জীবন কাটাচ্ছে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক

0
51

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে আটকে পড়েছে জলঙ্গীর এক শ্রমিক। বাড়ি ফিরে আসার জন্য পরিবার দারস্থ হয়েছে জেলা প্রশাসনের।

Migrant workers | newsfront.co
নিজস্ব চিত্র

মুর্শিদাবাদ জেলাতে শিল্প ও কর্মসংস্থান নেই, তাই মুর্শিদাবাদ জেলার অধিকাংশ যুবক কর্মসংস্থানের জন্য ভিনরাজ্যে ও ভিনদেশে পারি দেন। মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার অন্তর্গত সাদিখাঁড়দিয়ার গ্রাম পঞ্চায়েতের ইন্নাতপুর গ্রামের বাসিন্দা শবকত আলী মন্ডলের পুত্র আসরাফ আলী মন্ডল ভীন রাষ্ট্র মালয়েশিয়ায় কাজ করতে যান ২০১৭ সালে।

Migrant worker | newsfront.co
নিজস্ব চিত্র

কিন্তু বিগত চার মাস ধরে কোনো সমস্যায় সে ছিল বলে জানা যায়। কিন্তু বর্তমানে আসরাফ আলীকে ক্রিতদাস করে বন্দি দশায় রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আসরাফ আলী তার পরিবারকে ফোন করে বাড়ি ফিরে আসতে চান বলে জানায়।

আরও পড়ুনঃ মাদারিহাট স্টেশন মাস্টারের মাধ্যমে আলিপুরদুয়ার ডিআরএম-কে ডেপুটেশন তৃণমূলের

ঘটনার জেরে সোমবার পরিবারের সদস্যরা ও বাবা শবকত আলী মুর্শিদাবাদ জেলা শাসক জগদীশ প্রসাদ মীনার কাছে দেখা করেন এবং ছেলে যাতে সুস্থ ভাবে বাড়ি ফিরে আসেন তার জন্য আবেদন করেন। এখন কবে ঘরের ছেলে ফিরে আসবে, তার আশায় দিন গুজরান করছেন পরিবারের সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here