দক্ষিণ দিনাজপুরে সর্বপ্রথম স্বয়ংক্রিয় স্যানিটাইজেশনযন্ত্র স্থাপন

0
30

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

করোনার সাথে দীর্ঘকালীন বোঝাপড়া করেই চলাফেরা করার কথা সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তাতেই স্পষ্ট। সেদিকে লক্ষ্য রেখেই এবার দক্ষিণ দিনাজপুরে জেলার মধ্যে সর্বপ্রথম জেলা পুলিশ সুপারের অফিসে স্বয়ংক্রিয় স্যানিটাইজেশনযন্ত্র স্থাপন করল জেলা পুলিশ।

Automatic sanitizing machine installed in south dinajpur | newsfront.co
নিজস্ব চিত্র

আজ বিকেলে জেলা পুলিশ সুপারের প্রধান কার্যালয়ের প্রবেশপথে এই স্বয়ংক্রিয় স্যানিটাইজেশনযন্ত্র বসানো হয়। জেলা পুলিশ দফতর সূত্রে জানা গেছে জেলার বিভিন্ন থানা থেকে প্রতিদিন নানান কাজে পুলিশ অফিসারেরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এসে থাকেন। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষজন তাদের প্রয়োজনেও জেলা পুলিশ কার্যালয়ে এসে থাকেন।

Automatic sanitizing machine installed in south dinajpur | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বাড়িতেই অফিসের পরিকাঠামো নির্মাণে কর্মীদের অনুদান গুগুলের

সেদিকে লক্ষ্য রেখে করোনার সংক্রমণ যাতে জেলা পুলিশ অফিস চত্বরে ছড়িয়ে না পড়ে তার জন্য এই স্বয়ংক্রিয় স্যানিটাইজেশনযন্ত্র বসানো হয়েছে। যদিও লকডাউন শুরুর সাথে সাথেই সামাজিক দুরত্ব বিধি মেনে চলার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজেশন, মাস্ক পড়া এগুলি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আবশ্যিকতা বজায় রাখার কাজ চালু ছিল।

এর পাশাপাশি আজ থেকে এই স্বয়ংক্রিয় স্যানিটাইজেশনযন্ত্র চালু করা হল জেলা পুলিশ সুপারের দফতরে। এখন থেকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যারা আসবেন তাদের অফিসে ঢোকার সময় ও কাজ সেরে বেড়ানোর সময় এই স্বয়ংক্রিয় স্যানিটাইজেশনযন্ত্রের ভেতর দিয়ে যাতায়াত করতে হবে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here