নীরবে চলে গেলেন সত্যজিৎ রায়ের প্রিয় জাগলার অভয় মিত্র

0
432

প্রীতম সরকার, বিনোদন ডেস্কঃ

চলচ্চিত্রে কত রকমের যে কারিকুরি থাকে, তা বাস্তবের শুটিং-এ হাজির না থাকলে জানা যায় না। এখনও যেকোন বাঙালীর কাছে যদি জানতে চাওয়া হয়, ফেলুদা ছবিরগুলির মধ্যে সবচেয়ে রোমহর্ষক দৃশ্য কোনটা ! একবাক্যে সবাই বলবেন, মগনলালের ডেরায় জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির দিকে অর্জুনের চাকু ছোঁড়ার দৃশ্যের কথা।

Avay Mitra | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

ফেলুদা, তোপসে আর লালমোহনবাবু বেনারসে পুজোর ছুটি কাটাতে গিয়ে কিভাবে ঘোষাল বাড়ির ‘গনেশ চুরি’-র রহস্যে জড়িয়ে পড়েছিলেন, তা বাঙালী মাত্রই জানে। সেই ‘গনেশ’ চোর ধরার দায়িত্ব নিয়ে ফেলুদা হাজির হয়েছিলেন মগনলাল (অভিনেতা উৎপল দত্ত যে চরিত্রে অভিনয় করেছিলেন) এর ডেরায়।

Scene | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

যদিও সেই দৃশ্যের শুটিং হয়েছিল কলকাতার ইন্দ্রপুরী স্টুডিও তে। দর্শক ভেবেছিলেন কাশীতে মগনলালের বাড়িতে ওই ঘটনা ঘটছে। ‘ঘুষ’ না নিয়েও যখন ফেলুদা মগনলালকে জানিয়ে দিল, যে সে তার গোয়েন্দাগিরি থামাবে না, তখন মগনলাল ‘খিলা দিখানো’র জন্য বেছে নিয়েছিলেন লালমোহনবাবুকে।

Jay Baba Felunath | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আর সেটাই ‘জয় বাবা ফেলুনাথ’ ছবির সবচেয়ে ক্লাইম্যাক্স সিন। ‘সরবত খেয়ে’ লালমোহনবাবু গিয়ে দাঁড়ালেন কিম্ভুত ছবি আঁকা তক্তাতে পিঠ ঠেকিয়ে। তাঁর দিকে ছুরি ছুঁড়বেন কামু মুখোপাধ্যায়, যিনি ছবিতে ‘অর্জুন’ এর রোলে অভিনয় করেছেন। কান ঘেঁষে ছুরি লালমোহনবাবুর শরীরকে স্পর্শ না করে তক্তাতে গিয়ে বিঁধেছিল।

movie | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ চলে গেলেন ‘মানিক’এর ‘নিমাই’

অর্জুন ওরফে কামু মুখোপাধ্যায়ের জায়গায় ছুরি ছুঁড়েছিলেন বিখ্যাত জাগলার অভয় মিত্র। সিনেমার টাইটেল কার্ডে তার নাম থাকলেও সেভাবে সামনে কখনও আসেননি অভয়বাবু। আজ রবিবার তিনি মারা গেলেন তাঁর নিজের বাড়িতে। হুগলীর উত্তরপাড়ায়। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর ।

cinema | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, কিংবদন্তি জাগলার নিজের পাড়ায় পরিচিত ছিলেন ‘লাঠিদা’ নামে। এটাই অভয় মিত্রের ‘ডাকনাম’। বাবা কালোসোনা মিত্রের কাছ থেকেই ছোটো বয়সে জাগলিংয়ের পাঠ নেওয়া।

drawing | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

কিন্তু বাবাকে বেশিদিন কাছে পাননি। তবে চর্চা থামেনি, বরং বেড়েই গেছে প্রতিটা দিন।আর সেই চর্চার জোরেই সত্যজিৎ রায়ের মতো লোককে জাগ্লিং দেখিয়ে খুশি করে পর্দার আড়াল থেকে ওই ছুরি ছোঁড়ার কাজটি করেছিলেন।

draw | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আর দর্শকরা দেখেছিলেন ‘অর্জুন’ ওরফে কামু মুখোপাধ্যায় ওই ভয়ংকর কাজটি করছেন। করোনার আবহে নিতান্ত সাদামাটাভাবেই আজ তিনি চলে গেলেন। সত্যজিৎ রায়ের হাতে আঁকা ছবিগুলো আনন্দ পাবলিশার্স এর সৌজন্যে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here