রিতা দত্ত,মুর্শিদাবাদঃ
ধান চাষীদের সুবিধার্থে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। জানানো হয়েছিল যে সমস্ত ধান চাষীরা আছেন তারা যেভাবে তাদের ধান দালালের মাধ্যমে বিক্রি করতেন তাতে তাদের কোন মুনাফা থাকত না। দালালরা বেশি চাষীদের তুলনায় মুনাফা অর্জন করত।
ফলে অনেক চাষীদের প্রাণহানির কথা খবরের শিরোনামে উঠে এসেছিল,তারপর থেকে সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে।আজ কান্দি মহকুমার ধান চাষীদের নিয়ে একটি ক্যাম্প করা হয়,যেখানে চাষীরা তাদের উৎপাদন করা ধান ক্যাম্পে এসে রেজিস্ট্রেশন করার পর বিক্রি করেন।জেলা শাসক ডঃ পি. উল্গানাথনের বক্তব্য ২৫০ টাকা প্রতি কুইন্টাল বাড়ানো হয়েছে।এখন এই মুহূর্তে ধান চাষীরা ১৭৫০ টাকা প্রতি কুইন্টাল হিসাবে ধান বিক্রয় পাবেন। আজ তারা ধান বিক্রি করলেন এবং আগামী ৭২ঘণ্টার মধ্যে তারা তাদের বিক্রিত ধানের টাকা পেয়ে যাবেন অ্যাকাউন্টে।এইভাবে দালালচক্র পুরোপুরি বন্ধ করে দেওয়া গেছে। এবং প্রতিটি ব্লকে একটি করে সরকারি সেন্টার করা রয়েছে, যেখানে কোন রকম অসুবিধা হলে চাষিরা যোগাযোগ করতে পারেন।
পাশাপাশি আলু চাষ নিয়ে উনি জানান, প্রশাসন এ বিষয়ে সচেতন রয়েছে।যদিও এখনও পর্যন্ত কোন রকম বড় সমস্যা নজরে আসেনি।যদি আগামী দিনে সমস্যা হয় তবে আলুচাষিদের ক্ষেত্রেও কোনো না কোনো সরকারি ব্যবস্থা নেওয়া হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584