‘অভিযাত্রিক’-এর জোড়া প্রাপ্তি

0
194

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

জোড়া সম্মান পেল শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবি ‘অভিযাত্রিক’। ৫১ তম ‘আই এফ এফ আই’ এবং ২৬ তম ‘কে আই এফ এফ’-এ প্রতিযোগী হিসেবে জায়গা করে নিল এই ছবি।

Arjun Chakraborty | newsfront.co

‘আই এফ এফ আই’ যাত্রা শুরু করে ১৯৫২ সালে। সেদিক থেকে দেখতে গেলে এশিয়ার মধ্যে সবথেকে প্রাচীন এই চলচ্চিত্র উৎসব। খ্যাতিও আকাশছোঁয়া। আগামী ১৬-২৪ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। ২২ টি দেশীয় ছবির পাশাপাশি এই উৎসবে ‘প্যানোরমা’ সেকশনে জায়গা করে নিয়েছে ‘অভিযাত্রিক’।

avijatrik movie | newsfront.co

সত্যজিৎ রায়ের ‘অপু ত্রিলোগী’র যাত্রা শেষ হয় ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ দিয়ে। সেই নস্ট্যালজিয়াকে উস্কে দিতে ফের হাজির হতে চলেছে বাবা অপু আর তার ৬ বছরের ছেলে কাজল। ১৯৪০-এর ভারত বন্দি হয়েছে সাদা-কালো ফরম্যাটে।

আরও পড়ুনঃ বিনোদনের একগুচ্ছ পরিকল্পনা নিয়ে হাজির ‘কে ই এফ আই মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট’

অপুর চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী। রয়েছেন দিতিপ্রিয়া রায়, সব্যসাচী চক্রবর্তী, অর্পিতা চ্যাটার্জি, শ্রীলেখা মিত্র, আয়ুস্মান মুখার্জি, সোহাগ সেন, তনুশ্রী শঙ্কর, বরুণ চন্দ, বিশ্বনাথ বসু, রূপাঞ্জনা মিত্র, শুভ্র দাস, ঈশান মজুমদার, জাগৃতি জালান, অন্তশীলা ঘোষ প্রমুখ।

আরও পড়ুনঃ সফল ‘সুন্দরী কমলা’, সাকসেস পার্টিতে আড্ডার মেজাজ

ছবির প্রযোজক মধুর ভান্ডারকর এবং গৌরাঙ্গ জালান। ছবিটির নিবেদনে ভান্ডারকর এন্টারটেনমেন্ট এবং গৌরাঙ্গ জালান। ছবির পরিচালনা, চিত্রনাট্য, প্রোডাকশন ডিজাইন করেছেন শুভ্রজিৎ মিত্র। সঙ্গীত পরিচালনায় বিক্রম ঘোষ, অনুষ্কা শঙ্কর। এই প্রথমবার কোনও বাংলা ছবিতে সুর দিলেন অনুষ্কা শঙ্কর।

সম্পাদনায় সুজয় দত্ত রায়। সিনেমাটোগ্রাফিতে সুপ্রতীম ভোল। সাউন্ড ডিজাইন করেছেন তীর্থঙ্কর মজুমদার। আর্ট ডিরেকশনে গৌতম বসু। কস্টিউম ডিজাইন করেছেন অগ্নিমিত্রা পল। ভি এফ এক্স ডিজাইনে কৃষ্ণেন্দু ঘোষ। লুক ডিজাইন করেছেন অনিরুদ্ধ চাকলাদার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here