২৬ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে মনোনীত ‘অভিযাত্রিক’

0
102

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

২৬ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে সিলেকশন পেল শুভ্রজিৎ মৈত্র পরিচালিত আসন্ন ছবি ‘অভিযাত্রিক’। আগামী ৫ থেকে ১২ নভেম্বর অবধি চলবে উৎসব।

film | newsfront.co

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘অপরাজিত’র অপু-দুর্গা সেন্টিমেন্ট আরও একবার উস্কে দিতে শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় আসছে বাংলা ছবি ‘অভিযাত্রিক’। সত্যজিৎ রায়ের হাত ধরে ‘অপু ত্রিলোগী’র জার্নি ১৯৫৯-এ শেষ হয় ‘অপুর সংসার’ দিয়ে। আজ প্রায় ৬০ বছর পর অপু ফিরছে তার ৬ বছরের ছেলে কাজলের হাত ধরে। বাবা-ছেলের সম্পর্কের রসায়ণ এই ছবির মূল রসদ।

আরও পড়ুনঃ বাঙালি শিল্পীর সুরে হিট হিন্দি সিনেমার গান ‘ফুঁকফুঁক’

film | newsfront.co

ছবির প্রযোজক মধুর ভান্ডারকর এবং গৌরাঙ্গ জালান। ছবিটির নিবেদনে ভান্ডারকর এন্টারটেনমেন্ট এবং গৌরাঙ্গ জালান।

old film | newsfront.co

ছবির পরিচালনা, চিত্রনাট্য, প্রোডাকশন ডিজাইন করেছেন শুভ্রজিৎ মিত্র। সঙ্গীত পরিচালনায় বিক্রম ঘোষ, অনুষ্কা শঙ্কর। এই প্রথমবার কোনও বাংলা ছবিতে সুর দিলেন অনুষ্কা শঙ্কর।

আরও পড়ুনঃ ‘দেবীপক্ষে সন্ধি’ হবে সৃজন-মৌনীতার যুগলবন্দিতে

film festival | newsfront.co

বিভিন্ন চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, অর্পিতা চ্যাটার্জি, শ্রীলেখা মিত্র, দিতিপ্রিয়া রায়, আয়ুস্মান মুখার্জি, সোহাগ সেন, তনুশ্রী শঙ্কর, বরুণ চন্দ, বিশ্বনাথ বসু, রূপাঞ্জনা মিত্র, শুভ্র দাস, ইশান মজুমদার, জাগৃতি জালান, অন্তশীলা ঘোষ প্রমুখ।

সম্পাদনায় সুজয় দত্ত রায়। সিনেমাটোগ্রাফিতে সুপ্রতীম ভোল। সাউন্ড ডিজাইন করেছেন তীর্থঙ্কর মজুমদার। আর্ট ডিরেকশনে গৌতম বসু।কস্টিউম ডিজাইন করেছেন অগ্নিমিত্রা পল। ভি এফ এক্স ডিজাইনে কৃষ্ণেন্দু ঘোষ। লুক ডিজাইন করেছেন অনিরুদ্ধ চাকলাদার। শীঘ্রই দর্শক দরবারে আসবে এই ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here