সুপার সিঙ্গার ফিনালের শুটিঙে কেন কাঁদলেন বিচারক অভিজিৎ?

0
115

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আগামী ৪ অক্টোবর ‘সুপার সিঙ্গার-সুপার ফিনালে’ তে আছে দারুণ চমক। ছয় জন ফাইনালিস্টের পারফরম্যান্স শুধু নয় থাকবে আরও অনেক চমক।

Avijit Bhatacharya | newsfront.co

আসন্ন সুপার ফিনালে উপলক্ষে একটি ভার্চুয়াল প্রেস মিটিঙে হাজির ছিলেন সঞ্চালক যিশু সেনগুপ্ত, বিচারক লোপামুদ্রা মিত্র, রূপঙ্কর বাগচি, শান এবং অভিজিৎ। এতদিনকার জার্নি নিয়ে প্রত্যেক শেয়ার করলেন নিজেদের অভিজ্ঞতা।

অভিজিৎ জানালেন একটু অন্যকিছু। বিচারক অভিজিৎ নাকি ফিনালের শুটিঙের দিন কেঁদে ফেলেছিলেন। কেন জানেন? এই প্যান্ডেমিক পরিস্থিতির কারণে মাত্র ৫০ জন লোক নিয়ে চলেছে শুটিং।

আরও পড়ুনঃ রাজের নতুন খেলা ‘হাবজি গাবজি’

ফাইনালিস্টদের অভিভাবকদের প্রবেশাধিকার ছিল না। তাঁরা রাস্তার ওপারে দাঁড়িয়েছিলেন। আর তা দেখে কেঁদে ফেলেন অভিজিৎ। যাদের ছেলেমেয়েরা কঠিন লড়াইয়ে শামিল সেই লড়াইয়ে সশরীরে পাশে থাকতে পারলেন না তাঁরা।

আরও পড়ুনঃ অক্টোবরের ৫ থেকে ‘জীবন সাথী’

দুপুরের কাঠফাটা রোদে তাঁরা ঘাম ঝরিয়ে অপেক্ষা করছিলেন চুড়ান্ত পর্বের জন্য। নিজের খারাপ লাগার কথা
নিজেই এদিন সাংবাদিকদের জানালেন স্বনামধন্য সঙ্গীত শিল্পী অভিজিৎ।

সঞ্চারী শ্রয়ী, রাজদীপ, দীপমালা, শালিনী এবং ময়ূরীদের মধ্যে কে হবে সেরার সেরা? জানতে হলে ৪ অক্টোবর দুপুর ১ টা থেকে টানা দশটি ঘণ্টা দেখুন ‘সুপার সিঙ্গার- সুপার ফিনালে’ স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here