শেষ থেকেই শুরু হল বেলা, আসছে বহু প্রতীক্ষিত ছবি ‘বেলাশুরু’

0
348

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

২০১৫ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘বেলাশেষে’। যা প্রেক্ষাগৃহে সাফল্যের সাথে চলেছিল দীর্ঘদিন। এরপর কেটে গিয়েছে ৫টা বছর।

ছবিঃ প্রতিবেদক

এবার আসছে এই পরিচালক জুটির নতুন ছবি ‘বেলাশুরু’। ২০১৯-এই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। এবছর গ্রীষ্মের ছুটিতেই বড়পর্দায় দর্শকরা এই ছবির দেখা পেতে পারেন। ‘বেলাশেষে’ আর ‘বেলাশুরু’-র ছবির কাস্ট একই। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, ইন্দ্রানী দত্ত, মনামি ঘোষ, স্বাতীলেখা সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায় সহ আরও অন্যান্য তারকাদের।

ছবিঃ প্রতিবেদক

একটা পারিবারিক গল্প নিয়ে ছিল ‘বেলাশেষে’। এবার ‘বেলাশুরু’-তে নতুন চমক নিয়ে আসতে চলেছেন শিবু-নন্দিতা। আর মাত্র কিছুদিন অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।

সম্ভবত ২০২০-র জুন মাসেই উইন্ডোজ প্রোডাকশনের হাত ধরে মুক্তি পাবে এই ছবি। তাই বলাই যায়, এবছর ‘বেলাশুরু’-কে সঙ্গী করেই গ্রীষ্মের ছুটি কাটাতে চলেছেন দর্শকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here