নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

মালদহ জেলার পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেনীর পড়ুয়াদের উৎসাহ দিতে রাজ্য সরকারের উদ্যোগে ডঃ বি আর আম্বেদকর মেধা পুরস্কার প্রদান করা হল বৃহস্পতিবার।এদিন জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৫৪ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি পড়ুয়াদের পুরস্কৃত করা হয়।মালদহ টাউন হলে আয়োজিত এই আনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন,জেলা শাসক কৌশিক ভট্টাচার্য,জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ ও ইংরেজবাজারের বিধায়ক তথা পুরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ সহ জেলার বিশিষ্ট ব্যাক্তিরা।মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের পিছিয়ে পড়া তপশিলি ও উপ- তপশিলি জাতীয় পিছিয়ে পড়া পড়ুয়াদের উৎসাহ প্রদান করতে অনগ্রসর শ্রেণি কল্যান ও আদিবাসী উন্নয়ন বিভাগের পক্ষ থেকে এই মেধা পুরস্কার চালু করা হয়।প্রতিবছর জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেথা অনগ্রসর পড়ুয়াদের এই পুরস্কার দেওয়া হয়।২০১৮ সালে উর্ত্তীণ পড়ুয়াদের এদিক এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়।জেলা শাসক সহ উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিরা উর্ত্তীণদের হাতে পুরস্কার তুলে দেয়।

আরও পড়ুন: ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দেওয়া সাত ব্যক্তিকে গ্রেফতার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584