মনিরুল হক, কোচবিহারঃ
পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়ের কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হল কোচবিহারের রবীন্দ্র ভবনে।আজ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য ডঃ দেবকুমার মুখোপাধ্যায়, অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা।এদিন বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়।এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হল এবং শংসাপত্র দেওয়া হল। এই বিশ্ববিদ্যালয় সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে।এখানে খুব ভালো পড়াশোনা হচ্ছে। ছাত্রছাত্রীর ভর্তির সংখ্যা বাড়ছে।আশা করি আগামী দিনে উত্তরবঙ্গের একটি নামি বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584