নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ
বিশেষ চাহিদা সম্পন্ন ভোটদাতাদের উৎসাহিত করে পুরস্কৃত হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা।এদিন সেটা ঘোষনা করলেন জেলা শাসক মাননীয়া দীপাপ প্রীয়া পি।
বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে বিশেষ ভুমিকা গ্রহণ করায় রাজ্য স্তরে পুরস্কৃত করা হলো দক্ষিণ দিনাজপুর জেলাকে। আজ বালুরঘাট নাট্যমন্দিরে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে আজ এ কথা জানান জেলা শাসক দীপাপ প্রিয়া পি।এই অনুষ্ঠানে জেলা শাসক দীপাপ প্রিয়া পি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কৃত্তিবাস নায়েক,বালুরঘাটের মহকুমা শাসক ঈশা মুখার্জি সহ বিশিষ্ট জনেরা।এই অনুষ্ঠানে জেলার নির্বাচন ম্যাস্কট নাগরিক মুখা উন্মোচিত হয়।এছাড়াও এবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ” হাত বাড়াও বন্ধু” নামে একটি থিম সঙ চালু করা হল।এছাড়াও জেলার সুচেতনা প্রতিবন্দ্বী আবাসিক বিদ্যালয়ের মুক বধির ছাত্রছাত্রী সাইন ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবেশন করে।অনুষ্ঠান শুরুর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি র্যালির আয়োজনও করা।
আরও পড়ুনঃ বিদ্যালয়ের নবনির্মিত প্রবেশদ্বারের উদ্বোধনে সাংসদ উমা সরেন
এই বিষয়ে জেলা শাসক দীপাপ প্রিয়া পি, “জানান আমরা এই বছর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের উৎসাহিত করে ভোটার লিস্টে নাম ওঠানোর ক্ষেত্রে রাজ্য স্তরে আমার বিশেষ পুরস্কার লাভ করেছি। আজ আমরা জেলার নির্বাচন কমিশনের পক্ষ থেকে ম্যাসকট ” নাগরিক মুখা ” উন্মোচন করলাম। এছাড়াও থিম সঙ্গ এর ও উন্মোচন করলাম।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584