তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
কালিয়াগঞ্জ কলেজের এন এস এস ইউনিটের উদ্যোগে ছাত্র ছাত্রীদের “গ্রন্থাগার চলো অভিযান” করনের উদ্দেশ্যে শনিবার একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।রাজ্য সরকারের গ্রন্থাগার দপ্তরের নির্দেশে রাজ্যের সমস্ত স্থানেই এই ধরনের অভিযানের সাথে কালিয়াগঞ্জ কলেজেও এই ধরনের সচেতনতা অভিযান অনুষ্ঠিত হয়।
কালিয়াগঞ্জ কলেজের এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার তথা কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক বিপুল মন্ডল বলেন আজকের গ্রন্থাগার সদস্য অভিযান তাদের অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই কারনেই যেখানে তারা আশা করেছিল হয়তো বা খুব বেশি হলে ৫০জন ছাত্র ছাত্রী গ্রন্থাগারের সদস্য হতে পারে,তাদের ধারণা ভুল প্রমাণিত হয়ে ৩৫০ জন ছাত্র ছাত্রী গ্রন্থাগারের নতুন সদস্য হবার জন্য আবেদন করে।যা তাদের কাছে অত্যন্ত অভিনন্দনযোগ্য ঘটনা বলা যেতে পারে।
আরও পড়ুনঃ ফরাক্কায় প্রচারে মোয়াজ্জেম
ছাত্র ছাত্রীদের মধ্যে গ্রন্থাগারের সদস্য পদ নেবার জন্য ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।এই অভিযানের মাধ্যমে ছাত্র ছাত্রীদের সচেতন করা হয় কেন তারা গ্রন্থাগারের সদস্য হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ সুশীল চন্দ্র টাউন লাইব্রেরির গ্রন্থাগারিক জীবন কুমার মুন্সী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584