নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
বাল্য বিবাহ এবং শিশু ও মহিলাদের উপর যৌন নির্যাতন রুখতে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো আজ বালুরঘাট ব্লকের রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে।মূলত বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ অভিভাবক এবং এলাকার মহিলা ও শিশুদের নিয়ে আজকের এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
রঘুনাথপুর এলাকার আশেপাশে নয়টি ইটভাটা থাকায় এই এলাকায় ইটভাটার শ্রমিকদের ছেলেমেয়েরা ছয়মাস প্রাথমিক বিদ্যালয়ে পড়ে এবং ছয়মাস বিদ্যালয়ে আসে না ।শিক্ষার অধিকার আইন অনুযায়ী ছেলেমেয়েদের স্কুলমুখী করবার জন্য উদ্যোগ নেবার কথা আলোচিত হয় আজকের শিবিরে। এলাকায় বাল্য বিবাহ এবং নারী নির্যাতন রুখতে উপস্থিত মা ও শিশুদের সচেতন করা হয়। জেলায় বাল্য বিবাহের পরিমাণ দিন দিন বেড়ে চলায় ভীষণ উদ্বিগ্ন দক্ষিণ দিনাজপুর চাইল্ডলাইন।আগামীদিনে এই এলাকায় সচেতনতা শিবিরের পরিমাণ বাড়ানো হবে এবং প্রয়োজনে বাল্য বিবাহ যারা সংগঠিত করছেন তাদের বিরুদ্ধে বাল্য বিবাহ প্রতিরোধ আইন মোতাবেক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান হচ্ছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।
শিশুদের উপর সব ধরণের নির্যাতন বন্ধ করতে এবং হারিয়ে যাওয়া পালিয়ে যাওয়া,নিখোঁজ শিশুদের খুঁজে পেতে চাইল্ডলাইন ১০৯৮ এ কিভাবে ফোনে যোগাযোগ করতে হবে তার উপর বিশদ আলোচনা করেন দক্ষিণ দিনাজপুর চাইল্ডলাইন এর কো অর্ডিনেটর সূরজ দাশ।তাঁর বক্তব্যে শিশু সুরক্ষা এবং মিসিং চাইল্ড নিয়ে উদ্বিগ্নতার কথা জানান।বিশেষত বাল্য বিবাহের প্রবণতা দিনদিন বেড়ে চলায় এলাকার সাধারণ মানুষ এবং জেলা প্রশাসন উদ্বিগ্ন।
উপস্থিত ছিলেন-সূরজ দাশ কো অর্ডিনেটর চাইল্ডলাইন দক্ষিণ দিনাজপুর,অর্কপ্রভ সাহা(ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়),সৌগত চক্রবর্তী (শিক্ষক রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়),পিংকি ঘোষ (অঙ্গনওয়ারীকর্মী),অনুভা মণ্ডল ও ববিতা তলাপাত্র (আশাকর্মী)।এছাড়াও চাইল্ডলাইনের পক্ষে উপস্থিত ছিলেন রিতা মাহাত,মমিতা দাস মণ্ডল,হরিদাস বর্মণ,বেলাল হোসেন প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584