বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
রবিবার শিলিগুড়িতে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্যদের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিমা শিল্পীদের নিয়ে এক সচেতনতা শিবির।এদিন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।এর পাশাপাশি আরও আধিকারিকরা।সবশেষে পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন যে মূলত এদিন প্রতিমা শিল্পীদের প্রতিমা বানানোর অত্যাধুনিক ধরণ সম্পর্কে সচেতন করা হয়।
এছাড়া এর পাশাপাশি প্রতিমা শিল্পীদের প্রতিমা বানানো ক্ষেত্রে বিভিন্ন ধাতু ও রঙের সঠিক ব্যবহার সম্পর্কে জানান হয় এবং কতটা পরিমান দেওয়া উচিত সেই সম্পর্কেও সচেতন করা হয়।এর পাশাপাশি যাতে শিল্পীরা ভেষজ রং ব্যবহার করেন সেই বিষয়ে তাদের বলা হয়,এর ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। গৌতম দেব আরও বলেন যে এই সচেতনতা শিবির কিছুটা হলেও প্রতিমা শিল্পীদের কাজে সুবিধা হবে।
আরও পড়ুনঃ প্রতিমা শিল্পীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584