নিজস্ব সংবাদদাতা,বালুরঘাটঃ

বালুরঘাটে ব্যবহার করা যাবে না ৪০ মাইক্রোন ওজনের নীচে প্লাস্টিক ক্যারিব্যাগ।রবিবার ছুটির দিন সাত সকালে বালুরঘাট বড় বাজারে ৪০ মাইক্রোন ওজনের ক্যারিব্যাগ বন্ধের অভিযান চালালো বালুরঘাট পৌরসভার।এদিন সকাল হতেই বালুরঘাট পৌরসভার বর্তমান প্রশাসক তথা বালুরঘাটের মহকুমা শাসক ঈশা মুখার্জী বালুরঘাট পৌরসভার কর্মীদের নিয়ে বালুরঘাট শহরের বড় বাজার এলাকার মিষ্টির দোকান, দশকর্মার দোকান,ফলের দোকান,মুদি দ্রব্যের দোকানগুলিতে এবং মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে কিছু পরিমানে ৪০ মাইক্রোন ওজনের নীচে ক্যারিব্যাগ দোকানগুলি থেকে উদ্ধার করার পাশাপাশি প্লাস্টিকের গ্লাস উদ্ধার করেন।

এর পাশাপাশি এদিন বালুরঘাট শহরকে ৪০ মাইক্রোন ওজনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার করা যে বালুরঘাট শহরে যে পুরোপুরিভাবে নিষিদ্ধ সেই বিষয়ে দোকানদারদের সচেতন করার পাশাপাশি প্লাস্টিকের ক্যারিব্যাগ হাতে বাজারে আসা ক্রেতাদেরও সচেতন করেন।এদিনের এই অভিযান চলাকালীন বালুরঘাটের বড় বাজার এলাকায় দেখা গেছে।সুজিত কুন্ডু নামক এক সবজি ব্যবসায়ী প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের জন্য ক্রেতাদের সচেতন করার উদ্দেশ্যে দোকানে সচেতনতামূলক বোর্ড লাগিয়ে সবজি বিক্রি করছেন সেখানে আবার বালুরঘাট পৌরসভার এই প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধের অভিযানের ঘিরে কিছু দোকানদার কলকাতায় সদ্য অনুষ্ঠিত রাজ্যের শাসক দলের সমাবেশে উপস্থিত কর্মীদের খাওয়ার সময় নিষিদ্ধ থার্মকলের পাতা ব্যবহারের উদাহরণ টেনে পৌরকর্মীদের সঙ্গে এমনকি মহকুমাশাসকের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।তবে বালুরঘাট শহর থেকে ৪০ মাইক্রোন ওজনের নীচে প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধে বালুরঘাট পৌরসভার মনোভাব যে দৃঢ় তা এদিন বালুরঘাট পৌরসভার বর্তমান প্রশাসক ঈশা মুখার্জীর রণংদেহী মেজাজেই ছিল স্পষ্ট।৪০ মাইক্রোন ওজনের নীচে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার চিরতরে বন্ধ করতে হলে কারখানাগুলিতে বা ডিলারদের গোডাউনে অভিযান চালানো উচিৎ এমনটা মত প্রকাশ করেছেন।যেখানে বালুরঘাটের কিছু ব্যবসায়ী সেখানে বালুরঘাট বড় বাজার এলাকার ফল বিক্রেতা রাজা পাল-এর বক্তব্য প্রতি সপ্তাহে অভিযান চালাতে হবে নাহলে ক্যারিব্যাগ বন্ধ হবে না।বালুরঘাট পৌরসভার এই উদ্যোগকে খুব ভাল একথা জানানোর পাশাপাশি এদিন পরিবেশপ্রেমী তুহিন শুভ্র মন্ডল বলেন লাগাতার অভিযান চলুক এবং সেই সঙ্গে সচেতনতার অভিযানও জারি থাকুক।বালুরঘাট পৌরসভার বর্তমান প্রশাসক তথা বালুরঘাট মহকুমার মহকুমাশাসক ঈশা মুখার্জী বলেন,”প্লাস্টিকের জন্য আমাদের যে বিরাট একটা ক্ষতি আগামী দিনে হতে চলেছে সে সমন্ধে আমাদের কারোর কোন উদ্বেগ নেই।সেই উদ্বেগ বা সচেতনতা বাড়ানোর জন্য বা নির্দিষ্ট কোন পদক্ষেপ নেওয়ার জন্য এই অভিযান চালানো হচ্ছে।”
তিনি আরও বলেন যে এটা মানুষের জন্য মানুষের অভিযান,এটা কোন আধিকারিকের অভিযান নয়।
আরও পড়ুনঃ মক টেস্টের ফলাফল প্রকাশ অনুষ্ঠান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584