নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বাল্যবিবাহ ও যৌন হেনস্থার ঘটনা প্রতিরোধে পথ নাটিকার মাধ্যমে মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকে দুই দিন ব্যাপী সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হল। গত ১৫ এবং ১৬ জুলাই UNICEF এবং নেহরু যুব কেন্দ্র মুর্শিদাবাদ এর সহযোগিতায় ও নন্দীগ্রাম বন্ধু সমিতির ব্যাবস্থাপনায় গোটা মুর্শিদাবাদ জেলার প্রতিটি ব্লকে যৌন হেনস্থা এবং বাল্যবিবাহের বিরুদ্ধে পথ নাটিকা “আলো” এর মাধম্যে সচেতনতা মূলক প্রচার করা হলো।
নন্দীগ্রাম বন্ধু সমিতির সম্পাদক দেবজিত প্রধান বলেন, “মেয়ের বয়স ১৮ এবং ছেলের বয়স ২১ এর নিচে বিয়ে দেবেন না। কারণ অল্প বয়সে বিয়ে দিলে মেয়েরা বিভিন্ন ভাবে অসুস্থ হয়ে পড়ছে, কোথাও বাল্য বিবাহ দেখলে লোকাল থানা, বিডিও অফিসে কিংবা 1098 নাম্বারে ফোন করে ডিস্ট্রিক্ট চাইল্ড লাইনে ফোন করতে পারেন আপনার নাম এবং পরিচয় গোপন থাকবে মূলত এই বার্তা গুলো পথ নাটিকার মাধ্যমে দেওয়া হয়েছে। নবগ্রাম থেকে শুরু করে আমরা এখন খড়গ্রামের নগর ব্লক মোড়ে সমস্ত মানুষকে সচেতন করছি।“ নগর হাই স্কুলে ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অষ্টম শ্রেণীর ছাত্রী রুবিনা খাতুন বলে, “এই নাটকের মাধ্যমে আমাদের সাহস অনেক বেড়ে গেলো এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম আমরা কেউ ১৮ বছর বয়সের নীচে বিয়ে করবো না ও বাল্য বিবাহ দেখলে তা প্রশাসন কে জানাবো।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584