কবির হোসেন, মুর্শিদাবাদঃ
মঙ্গলবার সালার থানার অন্তর্গত বহড়া গ্রামের পীর শাহ জালাল মেমোরিয়াল হাই মাদ্রাসা স্কুলে মুর্শিদাবাদ জেলা পুলিশের ‘আলোর পথে’ সচেতনতামূলক কর্মসূচি যেমন নারী পাচার, বাল্যবিবাহ, সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার, সামাজিক সচেতনতা প্রভৃতি বিষয় নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা ছিল মুর্শিদাবাদ জেলা পুলিশ ও মুর্শিদাবাদ মুর্শিদাবাদ চাইল্ড লাইন।
এদিনের অনুষ্ঠানে সহযোগিতা করেন বহড়া শাহ জালাল মেমোরিয়াল হাই মাদ্রাসা। অনুষ্ঠানের উদ্বোধন করেন সালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইন্দ্রনীল মহন্ত। তিনি তার বক্তৃতায় বাল্যবিবাহ, সামাজিক মাধ্যমের সঠিক ব্যবহার এবং নারী পাচার সম্পর্কে ছাত্রছাত্রীদের বিশদভাবে আলোচনা করেন। বহড়া শাহ জালাল মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ছাত্র-ছাত্রীদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করেন এছাড়া বাল্যবিবাহের কুফলগুলি তুলে ধরেন।
এদিন ছাত্রছাত্রীদের মধ্যে নারী পাচার, বাল্যবিবাহ, সাইবার অপরাধ এবং সামাজিক মাধ্যমের ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সাবধানতা মূলক বিষয়ে লক্ষ্য রাখা, অন্যান্য সামাজিক বিষয়ে সচেতন করা হয়।
আরও পড়ুনঃ জ্ঞানবন্ত সিং-এর বিরুদ্ধে মামলা বিচারাধীন, আর তাঁর দায়িত্বেই তদন্ত! মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের
পাশাপাশি উক্ত আলোচ্য বিষয়গুলিতে অপরাধকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে অবগত করা হয় এবং কিভাবে সাধারণ ভুক্তভোগীরা সহজে আইনের সাহায্য পাবে সে বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584