নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ভারত -ভুটান সীমান্তবর্তী শহর জয়ঁগাতে পথ দুর্ঘটনা এড়াতে হেলমেটবিহীন বাইক চালকদের ও মাস্ক বিহীন গাড়ির চালকদের সচেতন করতে অভিযানে নামলো জয়ঁগা ট্রাফিক পুলিশ । এদিন জয়ঁগা বাস স্ট্যাণ্ড, সুমসুমি বাজার সহ বিভিন্ন এলাকায় জয়ঁগা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই অভিযান চালানো হয় ।
এই বিষয়ে জয়ঁগা ট্রাফিক ওসি রতন কুমার ঘোষ জানান, “পথ দুর্ঘটনা এড়াতে এদিন জয়ঁগার বিভিন্ন এলাকায় ট্রাফিক নিয়মাবলী সম্বন্ধে চালকদের সচেতন করা হয়। এছাড়াও হেলমেট বিহীন গাড়ির চালকদের ফাইনও করা হয় । এছাড়া মাস্ক বিহীন গাড়ির চালকদের সচেতন করা হয়।”
আরও পড়ুনঃ শিলিগুড়িতে লক্ষাধিক টাকার বিদেশী মদ উদ্ধার, ধৃত ৪
ট্রাফিক ওসি আরও জানান, “অধিকাংশ মানুষ মাস্ক পড়ে গাড়ি চালাচ্ছেন। কিন্ত কিছু অসচেতন ব্যক্তি আছে যারা পকেটে মাস্ক রাখছে কিন্ত মাস্ক ব্যাবহার করছেন না, তাদেরও এদিন সচেতন করা হয় । যাতে বাইরে বের হলে মাস্ক নিয়মিত ব্যবহার করে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584