ক্রিকেটারদের ভ্যাকসিন দিয়ে মাঠে দর্শক এনে এপ্রিলেই ভারতে আইপিএল করতে চায় বোর্ড

0
49

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত স্লোগান মেনে ভারতে তৈরি হচ্ছে করোনা ভ্যাকসিন কোভিড পরিস্থিতির উন্নতি হচ্ছে ভারতে। তাই এখনই এবারের আইপিএল আয়োজন করার জন্য বিকল্প কোনও কেন্দ্রের খোঁজ করছে না বিসিসিআই। আগামী এপ্রিল মাসে ভারতেই আইপিএল করবে বিসিসিআই, জানালেন বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ সিংহ ধুমল। এ-ও জানিয়েছেন, আইপিএলের আগে ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

IPL | newsfront.co

তাঁর কথায়, “ভারতে আইপিএল করা নিয়ে ইতিমধ্যেই আমরা ভাবনাচিন্তা করছি। আশা করছি সফল ভাবে আয়োজন করা যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বিকল্পের কথা ভাবছি না আমরা। ভারতেই আইপিএল করবো কোভিডের দিক থেকে ভারতের অবস্থা সংযুক্ত আরব আমিরশাহির থেকেও ভাল তাই এই সিদ্ধান্ত। যদি এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং উন্নত হয়, তাহলে ভারতেই আইপিএল হবে। আমার বিশ্বাস আমরা এটা যথেষ্ট সফল ভাবেই করতে পারবো।”

আরও পড়ুনঃ ভারতীয় ফুটবলের উন্নতি হচ্ছে আইএসএলের অর্থের জন্য, বলছেন ফেডারেশন সচিব

একইসঙ্গে ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি জানান, “সরকারের নির্দেশ অনুযায়ী কোভিডের বিরুদ্ধে সামনে থেকে লড়া কর্মীদের আগে ভ্যাকসিন দেওয়া হবে। কিন্তু সরকারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করেছি আমরা। ক্রিকেটারদেরও যাতে ভ্যাকসিন দেওয়া যায় তা নিয়ে ভাবনাচিন্তা করা হবে। তাহলে বিষয়টা খুব ভালো হবে।”

একইসাথে মাঠে দর্শক আনার চেষ্টাও করা হবে সেই প্রসঙ্গ টেনে বোর্ডের কোষাধক্ষ্য জানান, “মাঠে যাতে কিছু সংখ্যক হলেও দর্শক আনা যায় সেই বিষয়ে আমরা চেষ্টা করছি কারণ দর্শক ছাড়া আইপিএল অসম্পূর্ণ তাই অন্তত অস্ট্রেলিয়া মডেল মেনে আমরা মাঠে দর্শক ঢোকাতে চাই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here