দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে আয়োজিত এক সচেতনতামূলক অনুষ্ঠান

0
23

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

মাঝে মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মোড়ে ৪১ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনা ঘটত। যার ফলে প্রাণ গেছে বহু মানুষের।

accident awareness campaign | newsfront.co
সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ওসি। নিজস্ব চিত্র

অবশেষে সোমবার মেচেদার স্বেচ্ছাসেবীসংস্থা সৃজনের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার হলদিয়া মোড়ের কাছে ৪১ নম্বর জাতীয় সড়কের ওপর এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ তৃণমূলের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় আয়োজন করা হলো স্বীকৃতি সম্মেলন

এদিন জাতীয় সড়কের ওপর হেলমেট বিহীন চালকদের হাতে তুলে দেওয়া হয় হেলমেট, চকলেট ও গোলাপ ফুল। এদিন চালকদের হেলমেট পরিয়ে দেন কোলাঘাট থানার ওসি রাজকুমার দেবনাথ।

এছাড়াও পথচলতি বাইক আরোহীদের সাবধানে বাইক চালনোর উদ্দেশ্যে সতর্কতামূলক কার্ড, এছাড়া রোড ডায়রেকশন বোর্ড লাগানো হয় গাড়ি চালানোর সুবিধের জন্য। সব মিলিয়ে সৃজনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here