নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুর রেলওয়ে স্টেশন লেভেল ক্রসিং নির্মাণ ও উন্নয়ন কমিটির পক্ষ থেকে বুধবার সকালে ভোগপুর স্টেশন লেবেল ক্রসিং সংলগ্ন স্থানে সচেতনতা শিবির ও স্টেশন ম্যানেজার এবং পাঁশকুড়ার অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দেওয়া হয়। শিবিরে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সুখেন্দু শেখর জানা।
বক্তব্য রাখেন কমিটির সহঃসভাপতি মধুসূদন বেরা, রবীন্দ্র নাথ দিন্ডা, যুগ্ম সম্পাদক বানেশ্বর নাটুয়া ও চন্দন সামন্ত। সকালে স্টেশন ম্যানেজার ও বিকালে এ.ডি.ই.এন. রবি শংকরের নিকট স্মারকলিপি দেওয়া হয়।
স্থানীয় ট্রেনযাত্রী নারায়ন চন্দ্র নায়ক বলেন, দীর্ঘদিন এই স্টেশনে প্রহরী বিহীন লেবেল ক্রসিং থাকায় স্থানীয় সাগরবাড়, ভোগপুর, দেড়িয়াচক, সিদ্ধা, বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত সহ পাঁশকুড়া ব্লকের কয়েক হাজার মানুষ চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্টেশনের একদিকে ৬ নম্বর জাতীয় সড়ক।সামনে ভোগপুর হাইস্কুল। ফলস্বরূপ হাজার-হাজার ছাত্র-ছাত্রী ভীষণ অসুবিধার মধ্যে রয়েছেন।
কমিটির সহঃ সভাপতি মধুসূদন বেরা বলেন, সর্বক্ষণ প্রহরীর ব্যবস্থা করে অতিসত্বর রেল দপ্তর লেবেল ক্রসিং তৈরির উদ্যোগ নেওয়া না হলে কমিটি বৃহত্তর আন্দোলনের কর্মসূচী নিতে বাধ্য হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584