বন-বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা

0
66

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

বন-বন্যপ্রাণী ও প্রাকৃতিকে বাঁচিয়ে রাখার সংকল্প নিয়ে এগিয়ে এল আলিপুরদুয়ার জেলার মাদারিহাট জলদাপাড়া জাতীয় উদ্যোগে মেঘ নাদ সাহা নগর যৌথ বন  পরিচালনা কমিটি । তাদের উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল বন ও বন‍্য প্রাণী রক্ষা বিষয়ক একটি সচেতনা শিবির । শিবিরে অংশ নেন বিভিন্ন স্তরের প্রকৃতি প্রেমী মানুষ সহ কমিটি সকল সদস্য এবং বন কর্মীরা । বন ও বন‍্য প্রাণীদের কি ভাবে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায় মূলত সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয় । এদিন মূলত এলাকায় জলদাপাড়া জঙ্গলের ধারে রেল লাইন লাগোয়া এলাকার বাসিন্দা ও বনবস্তির বাসী দের নিয়ে সভা করা হয়। সংশ্লিষ্ট কমিটির সভাপতি সুনিল দাস এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতে  সদস্য  উত্তম শর্মা উভয়ই বলেন, এর আগেও একটি সভা করা হয়েছিল আজকে দ্বিতীয় সভা করা হল । সচেতনার অভাবে যাতে বন ও বন‍্য প্রাণী ধ্বংস হয়ে না যায় সে দিক টির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে । আগামীতেও আমরা বন ও বন‍্য প্রাণী রক্ষার জন্য বিভিন্ন এলাকায় এ রকম শিবির করা হবে ।

চলছে সচেতনা শিবির।নিজস্ব চিত্র

জলদাপাড়া জাতীয় উদ্যানের বীট অফিসার চিরঞ্জিত পাল বলেন, এর আগেও একটি সভা করা হয়েছিল তাতেও ভালো সারা পেয়েছি আজকের এটা দ্বিতীয় সভা । আজকের এই সভায় বন লাগোয়া এলাকায় মানুষেররা উপস্থিত হয়েছেন সভায় । তাদের সমস্যার কথা এই সভায় তুলে ধরলেন এবং কিভাবে বন রক্ষা করা যায় সেটাও তুলে ধরলেন । আমরা আশাবাদী সমস্যা গুলি সমাধান করতে পারবো ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here