নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
দিনের পর দিন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা।প্রান হারাচ্ছে কতিপয় ছাত্রছাত্রী।সেই বিষয়কে মাথায় রেখে পথ নিরাপত্তা সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করল বেলদা কলেজ।বেলদা কলেজ,নারায়ণগড় ব্লক প্রশাসন,বেলদা পুলিশ এবং একটি বেসরকারি মোটর ড্রাইভিং সংস্থা এবং সর্বোপরি বেলদা কলেজ এর অধ্যক্ষ মানবেন্দ্র মন্ডলের সহযোগিতায় বেলদা কলেজে আয়োজিত হল পথ নিরাপত্তা মূলক কর্মসূচি।উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক এর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিংহ মহাপাত্র,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজেশ লাল,বেলদা কলেজের ভূগোল বিভাগীয় অধ্যাপিকা লিপিকা মন্ডল,অধ্যাপক সুনির্মল গিরি সহ বেলদা কলেজের ছাত্র-ছাত্রীরা।এই দিনের এই সচেতনতা মূলক অনুষ্ঠান বাইক চালানোর থেকে দিক তুলে ধরা হয়।পাশাপাশি ওই বেসরকারি সংস্থার মোটর ড্রাইভিং স্কুলের উদ্যোগে অডিও ভিজুয়াল প্রশ্নোত্তরে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই পথ নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন।নারায়ণগড় ব্লক এর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানিক কুমার সিনহা মহাপাত্র জানিয়েছেন,”এরপর থেকে জোরদার হবে বাইক ধরপাকড়।বাইকের গতি অনিয়মে বাইক চালালে ঘটে এই ধরনের দুর্ঘটনা।প্রত্যেককে সচেতন হতে হবে হেলমেট পরতে হবে।শুধু নিজের জীবনই নয় অন্যের জীবন বাঁচাতে হবে।”এইসবের বিরুদ্ধে পুলিশি নিয়ম কায়েম করতে চলেছে রাজ্য সরকার।বেলদা কলেজের ভূগোল বিভাগীয় ও এনএসএস বিভাগের বিভাগীয় প্রধান ড. লিপিকা মন্ডল জানিয়েছেন,”প্রতিদিনই বেড়ে চলেছে দুর্ঘটনার সংখ্যা।এটা স্বাভাবিক হয়েছে যে এক দুজন করে কাউকে হারাতে হয় পথ দুর্ঘটনার জন্য।শুধু আজকের এই অনুষ্ঠানই নয় আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সারা সমাজকে উদ্বুদ্ধ করতে চাইছি।এখন ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক চাপ ও চিন্তার প্রবণতা বেড়েছে নারায়ণগড় ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন,”এই ধরনের ছোটখাটো অনুষ্ঠানের মত প্রত্যেকটি বিদ্যালয় কলেজ উদ্যোগ নিতে হবে তাদের মানসিক অবসাদ থেকে বিভিন্ন খারাপ থেকে রক্ষা করা।প্রয়োজনে তাদের কাউন্সেলিং ও পর্যবেক্ষণ করা।ছাত্ররা দেশের ভবিষ্যৎ সমাজ তাদের দিকে তাকিয়ে।”
পথ নিরাপত্তা সংক্রান্ত ও বিভিন্ন নিয়ম-কানুন সংশ্লিষ্ট প্রশ্ন-উত্তর এর মাধ্যমে এই দিনে এই অনুষ্ঠান শেষ হয়।
আরও পড়ুনঃ গোয়ালতোড়ে দুর্বলতা লুকাতে বিজেপি বিরোধী সভা তৃণমূলের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584