সুদীপ পাল,বর্ধমানঃ
এখন পাতা ঝরার সময়।জঙ্গলে এই সময়টি বড় ভয় এর। তার কারণ এই সময়ে জঙ্গলে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। দুই বর্ধমানের অন্যতম বড় বনাঞ্চল হল আউসগ্রাম।আউসগ্রাম ভিট অফিসারেরা তাই এখন থেকেই এই বিষয়ে সতর্ক করতে সভা শুরু করেছেন।স্থানীয় সূত্রে জানা যায় গত বছর আউসগ্রামের বিস্তীর্ণ জঙ্গল এলাকায় বেশ কয়েকবার অগ্নিকাণ্ড মতো ঘটনা ঘটে। বনাধিকারিক আশরাফুল ইসলাম বলেন, এলাকার মানুষদের সচেতন করতে নিয়মিত প্রচার করা হচ্ছে। যেন কোনোভাবেই জঙ্গলের ভিতরে অযথা আগুন লাগিয়ে দেওয়া না হয়। শুধু আগুন লাগিয়ে দেওয়াই নয় যদি দেখা যায় যে বনের মধ্যে আগুন ধরেছে সেক্ষেত্রে গ্রামবাসীদেরও এগিয়ে এসে সেই আগুন নেভানোর ক্ষেত্রে ভূমিকা সম্পর্কেও সচেতন করা হচ্ছে। গ্রামবাসীদের সাথে যাতে বনাধিকারিকের যোগাযোগ বৃদ্ধি পায় সে জন্য আরও বেশি করে জনসংযোগ মূলক প্রচার করা হচ্ছে। যেখানে বন সম্পর্কিত সাধারণ সমস্যাটুকু খুব দ্রুত তাঁরা দপ্তরে পৌঁছে দিতে পারবেন। স্থানীয় গ্রামবাসীদের সাথে কথা বলে দেখা গেল তাঁরাও স্বীকার করছেন যে অগ্নি কান্ডের মতন ঘটনা এখানে হয়ে থাকে কিন্তু এবারে যে ভাবে সচেতনমূলক প্রচার প্রথম থেকেই শুরু হয়েছে তাতে সেই প্রকোপ কমবে বলেই তাঁদের আশা।
আরও পড়ুনঃ পানীয় জলের প্ল্যান্ট থেকে তাজা বোমা উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584