নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পুলিশ প্রশাসন থেকে স্বেচ্ছাসেবী সকলেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে। লকডাউন পরিস্থিতি মানুষকে সচেতন করে বাড়ির মধ্যে আবদ্ধ থাকার আবেদন ,নির্দেশ সব রকমই হয়ে গিয়েছে। কিন্তু পুরোপুরি সফল হয়নি কোনটাই। গত ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর জেলাতেই ৬৯ জনকে গ্রেফতার করে, ১৬ টি বিভিন্ন রকমের গাড়িও আটক করেছে পুলিশ ৷
হয়েছে এফআইআরও৷ তারপরও পরিস্থিতি না বদলাতে এবার অন্যভাবে রাস্তায় পুলিশ ৷ নামলো অন্য স্বেচ্ছাদ্যোগীরাও৷ রবিবার একটু অন্য আঙ্গিকে প্রচার করতে দেখা গিয়েছে প্রশাসন ও স্বেচ্ছা উদ্যোগীদের।রবিবার সকালে মেদিনীপুর শহরের রাস্তায় রণপা নিয়ে করোনা বিষয়ে সচেতন করে সাধারণ মানুষকে ঘরে থাকার আবেদন করতে দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশকে।
আরও পড়ুনঃ শহরকে জীবাণুমুক্ত করার উদ্যোগ নিল আলিপুরদুয়ার দমকল -পুরসভা
পুলিশ বাহিনীর টহলের সামনে লম্বা লম্বা বাঁশের রনপা করে হাঁটছিল করোনা সচেতকরা। তাদের কাছে থাকা ব্যানারে লেখা ছিল সামাজিক দূরত্ব বজায় রাখুন। করোনা বিষয়ে সাবধান থাকুন। মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড় থেকে শহরের বিভিন্ন রাস্তা গুলিতে ঘুরেছে এই অভিনব প্রচার কৌশলী পুলিশ। গত দুদিন ধরে শহরের রাস্তায় বের হওয়া গাড়ি ও পথচারীদের আটক গ্রেফতারের পর এবার একটু অন্যভাবে মানুষদের কাছে আবেদন রাখার চেষ্টা হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত জাড়া এলাকায় পায়ে হেঁটে,টোটো তে করে মাইক লাগিয়ে বাউল গানের সুরে গ্রামবাসীদের সচেতন করতে বের হলেন একদল লোকশিল্পী। কোন প্রশাসনিক নির্দেশ বা সহযোগিতা না নিয়েই নিজেরাই স্বেচ্ছা উদ্যোগে রবিবার দিনের বহু সময় ধরে জাড়া গ্রামে প্রচার করতে দেখা গিয়েছে এই বাউল শিল্পীদের। বাউল গানের সুরে, হারমোনিয়াম ঢোল করতাল সহযোগে করোনা বিষয়ে সাবধান করতে করতে তারা প্রচার চালিয়েছেন।
বাউল শিল্পী গণেশ বাগ বলেন প্রচার অন্যান্য দিনের কড়াকড়ি বা একঘেঁয়েমী প্রচারের তুলনায় অনেকটা বেশি প্রভাব ফেলেছে৷ মানুষ অনেকেই প্রচারের কৌশলে আকর্ষিত হয়েছেন৷ তাদের উৎসাহ দিয়েছেন৷ গ্রামের অনেকেই এই কাজ করতে পরামর্শ দিয়েছেন বাউল শিল্পীদের৷ তবে এখনো সাধারন মানুষের মধ্যে সেই সচেতনতা লক্ষ্য করা যায়নি,নিজের এলাকায় ঘটলেও অনেক ছবি লক্ষ্য করেছেন বাউল শিল্পী যেখানে এখনো রয়েছে মানুষের গ্যাদারিং,তবে আগামী দিনে এই প্রচারকার্য চালিয়ে যাবে ওই বাউল শিল্পী,তা তার বক্তব্যই বোঝা যায়। অন্যদিকে গ্রামবাসী অভিজিৎ রায় বলেন যেভাবে এই মহামারী ভাইরাস ছড়িয়ে পড়ছে গোটা দেশে সেখানে এই অভিনব উদ্যোগ দেখে মানুষ অনেকটাই সচেতন হবে, অন্যদিকে ওই বাউল শিল্পীর এই নয়া উদ্যোগ দেখে আপ্লুত হয়েছে গ্রামবাসীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584