হরষিত সিংহ, মালদহঃ
রাজ্য সরকারের নির্দেশে মালদহ জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হল ডেঙ্গু প্রতিরোধ নিয়ে সচেতনতা অভিযান।শুক্রবার জেলার দুই পুরসভার কর্মীদের নিয়ে বৈঠকের পর শনিবার এক বিশাল সচেতনতার রালি করা হয়।মালদহ শহরের বৃন্দাবনী ময়দান থেকে শুরু হয় সচেতনতা মিছিল।
ইংরেজবাজার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিল।মিছিলে উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য,সদর মহাকুমা শাসক পার্থ চক্রবর্ত্তী সহ অন্যান্য আধিকারিকরা। ইংরেজবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের রামকৃষ্ণ মিশন ঘাট এলাকায় সাধারণ মানুষদের সচেতন করতে বিভিন্ন বিষয় বোঝান জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য।হ্যান্ড মাইকের মাধ্যমে কি করে ডেঙ্গুর মোকাবিলা করা যায় তা তিনি আলোচনা করেন। পরিত্যক্ত জায়গায় যাতে জল জমে না থাকে, কি করে সাধারন মানুষ মশার লার্ভা চিহ্নিত করবেন এই সমস্ত বিষয় সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়।পৌরসভার স্বাস্থ্য কর্মী ও সার্ভে কর্মীরা এই বিষয়ে প্রশিক্ষন নিয়ে,প্রতিটি বাড়ি গিয়ে লার্ভা সম্বন্ধে সচেতন করেন।
এর পাশাপাশি জমা জল এবং নর্দমা পরিস্কার রেখে সেখানে কীটনাশক স্প্রে করে রোগের প্রতিরোধ করতে হবে।হাতে-কলমে স্বাস্থ্যকর্মী ও সার্ভে কর্মীদের মশার লার্ভা চিহ্নিত করার প্রশিক্ষণ নিয়ে পরবর্তীতে ওই কর্মীরা শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে সাধারণ মানুষদের এই বিষয় নিয়ে সচেতন করবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584