শ্যামল রায়,বর্ধমানঃ

শনিবার বর্ধমান জেলা পুলিশ লাইনের উদ্যোগে জেলার আদিবাসী ভাই-বোনদের জন্য সচেতনতা দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।এই সচেতনতা দৌড় প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা সহসভাপতি দেবু টুডু সহ অনেকে।
মন্ত্রী স্বপন দেবনাথ জেলা পুলিশের উদ্যোগে আদিবাসী ভাই বোনদের মধ্যে যে সচেতনতার দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করেছে তিনি ধন্যবাদ জানিয়েছেন পুলিশ বিভাগকে।জেলায় আদিবাসীদের মধ্যে এই ধরনের উদ্যোগ গ্রহণ করায় আলাদা মাত্রা এনে দিল বলে তিনি মনে করেন।
জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন যে, আদিবাসীদের মধ্যে একটা সচেতনতা বাতাবরণ তৈরি করার জন্যই এই ধরনের দৌড় প্রতিযোগিতার আয়োজন করা।
আরও পড়ুন: পথ দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের,আহত চার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584