নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
ভারত নেপাল সীমান্ত লাগোয়া জেলার পাঁচটি ব্লকে নভেল করোনা ভাইরাসের মোকাবিলা করতে লাল সর্তক জারি। ভারত নেপাল সীমান্ত বরাবর খড়িবাড়ি, নকশালবাড়ি, মিরিক, সুখিয়াপোখরি, বিজনবাড়ি ব্লকের ১৪টি গ্রাম পঞ্চায়েত এলাকাতে সচেতনতা প্রচার চলছে।
প্রতিটি ব্লকে আশা কর্মী, এএনএম কর্মীরা ঘরে ঘরে গিয়ে সচেতনতা প্রচার চালাচ্ছেন। সীমান্ত এলাকার মোট ২৭টি গ্রাম চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর। যেখানে মানুষের বাস রয়েছে। প্রতিটি গ্রামে একটা করে ভিলেজ লেভেল মিটিংয়ের আয়োজন করেছে স্বাস্থ্য দফতর। এর পাশাপাশি এদিন খড়িবাড়ি পানিট্যাঙ্কি পুলিশ ফাঁড়িতে করোনা ভাইরাস বিষয়ে একটি সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য দফতর ও ব্লক প্রশাসন যৌথ উদ্যোগে।
এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার ডেপুটি সিএমওএইচ ডঃ তুলসী প্রামাণিক, খড়িবাড়ি বিডিও জগেশ চন্দ্র মন্ডল, খড়িবাড়ি বিএমওএইচ ডঃ প্রফুলিত মিনজ, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সরকার, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কিশোরি মোহন সিংহ, খড়িবাড়ি ওসি পাসাং শেরপা সহ এসএসবি আধিকারিকরা, পানিট্যাঙ্কি ব্যবসায়ী সমিতি ও ড্রাইভার অ্যাসোসিয়েশনকে সঙ্গে নিয়ে এই কর্মশালা করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584