গনপিটুনি রুখতে সচেতনতা শিবির ফাঁসিদেওয়ায়

0
38

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

awarness camp to prevent public beating | newsfront.co
নিজস্ব চিত্র

গনপিটুনি রুখতে সচেতনতা শিবিরের আয়োজন করল প্রশাসন। সোমবার শিলিগুড়ির মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের নুনুজোত এলাকায় এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুমন সহাই,ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার, মহকুমা পরিষদের সদস্য ছোটন কিসকু,হেডমুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবু লিম্বু সহ বাগডোগরা থানার পুলিশ। এদিন ওই এলাকার সাধারণ মানুষজনকে ছেলেধরা গুজবে কান দিতে না বলা হয়। এমনকি যদি কোন ব্যক্তিকে সন্দেহ হয় তাহলে সাথে সাথেই পুলিশ প্রশাসনকে জানানোর কথা বলেন।

awarness camp to prevent public beating | newsfront.co
সচেতনতা শিবির।নিজস্ব চিত্র

প্রসঙ্গত রবিবার ওই এলাকায় এক ব্যক্তিকে ছেলেধরা ভেবে গনপিটুনী দেন এলাকার বাসিন্দারা। এমনকি ওই ব্যক্তির বাইক জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার পুলিশ।

এরপর ওই ব্যক্তিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এরপর পুলিশ তদন্ত করে জানতে পারেন যে ওই ব্যক্তি নাম সুজয় বৈরাগী। সে উওর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের উদয়পুরের বাসিন্দা। ওই ব্যক্তি কয়েক বছর ধরেই মানসিক ভারসাম্যহীন।

এর পরেই প্রশাসনের তরফ থেকে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ ডলোমাইট সাইডিং-এর বিরুদ্ধে স্মারক লিপি

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক সুমন সহাই বলেন যে, সাধারণ মানুষজনকে সচেতন করতে এই শিবির। কারন সচেতনতা ছাড়া গনপিটুনি রোখা যাবে না।এই শিবির বিভিন্ন গ্রামে গ্রামে করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here