চুম্বনের পূর্বে সচেতনতা স্বাস্থ্যকর

0
172

ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ

চুম্বন করার আগে হয়ে যান সাবধান প্রেমিক বা প্রেমিকা।চুম্বন করার আগে একটু সচেতন হওয়া স্বাস্থ্যসম্মত।চুম্বন ভালোবাসার অভিব্যক্তি হলেও,তা অনেক সময় ডেকে আনতে পারে অনেক মারণ রোগ।যদিও চুম্বনের কিছু স্বাস্থ্যকর দিক আছে,একবার চুম্বনে মুখের ২৯টি পেশির সঞ্চালন হয়।এছাড়াও রয়েছে প্রচুর স্বাস্থ্যকর দিক।চুম্বনের কারণে স্বাস্থ্যের বিভিন্ন প্রকার উন্নতি সাধিত হয়৷তবে বিশেষজ্ঞদের মতে, চুম্বনের ফলে বিভিন্ন রোগ পরস্পরের মধ্যে ছড়িয়ে পড়তে পারে ৷ আসুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে,এইচ আই ভি ছড়িয়ে যেতে পারে।কোনও এইচ আই ভি আক্রান্ত রোগীর মুখে যদি আলসার অথবা ছোট কোন কাটা থাকে তাহলে কিন্তু সেই রোগ সংক্রমণের আশঙ্কা বহু গুণ বেড়ে যায়। আমেরিকান ক্যান্সার সোসাইটির প্রকাশ করা এক রিপোর্ট অনুসারে, চুম্বনের সময় হিউমেন প্যাপিলোমা ভাইরাস একজনের শরীর থেকে আরেকজনের শরীরে প্রবেশ করে এমন মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি করে। প্রসঙ্গত,একথা ঠিক যে চুম্বনের সঙ্গে ক্যান্সারের সরাসরি কোন যোগ নেই,কিন্তু কার শরীরে এই ভাইরাস আছে, আর কার নেই,তা বাইরে থেকে বোঝা অসম্ভব।যারা হেপাটাইটিস রোগে আক্রান্ত তাদের চুম্বনের মাধ্যমে অন্যের মুখে যে সালাইভা প্রবেশ করে তার ফলে সুস্থ ব্যক্তিরও হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।মুখের ভিতরকার সংক্রমণজনিত যে কোনও রোগ,ফোসকা ইত্যাদি একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়াতে পারে চুম্বনের ফলে।

আরও পড়ুনঃ মায়ের পাশেই কবরস্থ হলেন আইয়ুব বাচ্চু

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here