কালিয়াগঞ্জে জল দিবসে সচেতনতা শোভাযাত্রা

0
202

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

awarness rally on water day at kaliaganj | newsfront.co
নিজস্ব চিত্র

বিশ্বজুড়ে ভয়াবহ জল সংকট শুরু হয়েছে।এর থেকে বাদ পড়েনি ভারতবর্ষ। ইতিমধ্যে রাজস্থানে ও তামিলনাড়ুতে জলের জন্য তীব্র হাহাকার শুরু হয়ে গিয়েছে। মানুষকে প্রচুর দাম দিয়ে তাদের প্রয়োজনীয় জল কিনতে হচ্ছে বাজার থেকে। আগামী দিনে এমন অবস্থা ভারতের বিভিন্ন শহরে এবং গ্রামে দেখা দেবে বলে বিশেষজ্ঞদের মত।

awarness rally on water day at kaliaganj | newsfront.co
নিজস্ব চিত্র

এমন অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এবার কালিয়াগঞ্জের রাস্তায় নামল একযোগে কালিয়াগঞ্জ পুরসভা ও পঞ্চায়েত সমিতি এবং কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন।আজ তাদের দেখা গেল ব্লক প্রশাসনের আধিকারিকদের সাথে সাথে বিভিন্ন স্কুল এর বাচ্চাদের নিয়ে একটি সচেতনতামূলক শোভাযাত্রা করতে কালিয়াগঞ্জ শহর জুড়ে।

প্রত্যেকেরই একটাই স্লোগান ছিল আগামী দিনে ভয়াবহ জলের সংকট দূর করতে জলের অপচয় বন্ধ করুন।ছাত্র-ছাত্রীদের হাতে এদিন যেমন প্ল্যাকার্ড দেখা যায় তেমনি মাইকেও মাঝে মাঝে বলতে শোনা যায় জলের গুরুত্ব কতখানি।

awarness rally on water day at kaliaganj | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন এই মিছিল কালিয়াগঞ্জ বিডিও অফিস থেকে শুরু করে সমগ্র শহর পরিক্রমা করে আবার বিডিও অফিসে গিয়ে শেষ হয়।

এদিনের মিছিলে অংশগ্রহণ করেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপতি কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন দেব সিং, জেলা পরিষদের কমেন্টর অসীম ঘোষ,জেলা পরিষদের সদস্য দধিমহন দেবশর্মা কালিয়াগঞ্জের বিডিও প্রসূন কুমার ধারা এবং কালিগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দোপাধ্যায়।

এই সচেতনতা মিছিল শেষ হওয়ার পর কালিয়াগঞ্জ পৌরসভার পুরপতি কার্তিক চন্দ্র পাল বলেন আগামী দিনে ভয়াবহ জলের সংকট হতে চলছে।তা এখন থেকেই আজ পাওয়া যাচ্ছে।এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সকলের উচিত জলের অপচয় বন্ধ করা। না হলে আগামী দিনে সমূহ বিপদ সামনে লক্ষ্য করা যাচ্ছে। কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার বলেন, বিশ্বজুড়ে যে জল সংকট শুরু হয়েছে তার থেকে রেহাই পাবে না এই ভারতবর্ষের প্রতিটি শহর প্রতিটি গ্রাম। তাই এখন থেকেই সকলকে সচেতন হয়ে এগিয়ে আসা দরকার এই জল সংকট দূর করতে।তিনি বলেন মানুষই পারে একমাত্র জলের অপচয় বন্ধ করে এই জল সংকট দূর করতে।

আরও পড়ুনঃ পরিবেশ ও জলসম্পদ রক্ষার্থে পথনাটিকা

অপরদিকে জেলা পরিষদের সদস্য দধি মোহন দেব শর্মা জানান, জলের আরেক নাম জীবন।আর এই জীবন যদি রক্ষা করতে হয় তাহলে জল অতি অবশ্য দরকার। কিন্তু জলে যদি না থাকে তাহলে আগামী দিনে জীবন রক্ষা হবে কিভাবে। তাই এই জল সংকট দূর করতে প্রতিটি নাগরিকের এগিয়ে আসা দরকার নিজেরা সচেতন হয়ে জলের অপচয় বন্ধ করে এই জল সংকট মোকাবেলা করা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here