নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
প্রাচীন লোকসংস্কৃতি ও যাত্রাকে সমাজের মাঝে তুলে ধরতে রাজ্য সরকার জেলায় জেলায় শুরু করেছে লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব ।
শুক্রবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনী সি আর ডি হাইস্কুলের মাঠে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে লোকসংস্কৃতি ও যাত্রা উৎসবের সূচনা করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ ।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, রবিন টুডু, মনোরমা পাত্র ।
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ৫ই ফেব্রুয়ারি থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব ।
আরও পড়ুনঃ গোপীবল্লভপুরে সবলা মেলার সূচনা
ঝাড়গ্রাম জেলার জেলাশাসক বলেন, ” লোকসংস্কৃতি আমাদের পরিচয়, আমাদের রাজ্যে নানা জাতির নানা সংস্কৃতি রয়েছে সেই গুলো রক্ষা করতে হবে আমাদের, এই গুলো আমাদের আসল পরিচয়, এই গুলো ছেড়ে এগিয়ে গেলে আমরা উন্নয়ন করতে পারবোনা “। জেলাশাসক জেলাবাসীকে এই ধরণের মেলাগুলোতে আরও বেশি করে অংশগ্রহণ করতে বলেছেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584