ওয়েবডেস্কঃ
বাংলা গানের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু মায়ের পাশেই কবরস্থ হলেন ।শনিবার স্থানীয় সময় সন্ধ্যা পাঁচটার দিকে চট্টগ্রামে চৈতন্য গলি কবরস্থানে তাকে কবরস্থ করা হয়।গত ১৮ই অক্টোবর সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।
আইয়ুব বাচ্চুর জনপ্রিয়তা সর্বজনবিদিত।‘সেই তুমি কেন এত অচেনা হলে’,’এখন অনেক রাত’,’রুপালি গিটার’ ইত্যাদি বহু জনপ্রিয় গান তিনি শ্রোতাদের উপহার দেন।আইয়ুব বাচ্চুর একক এলবাম গুলির মধ্যে রক্তগোলাপ,কষ্ট,একা,বলিনি প্রভৃতি এখনও জনপ্রিয়তার শীর্ষে ।বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এল আর বি,যার পুরো নাম ‘লাভ রানস ব্লাইন্ড’এর ৯০’ এর দশকে আত্মপ্রকাশ ঘটে। আইয়ুব এই ব্যান্ডের প্রধান রথী ছিলেন।প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষের কাছে সমান ভাবে গ্রহণযোগ্য থাকবে গান গুলি।
শনিবার বিকেলে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা শেষ হয়। জানাজায় উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চুর বাবা মোহাম্মদ ইসাহাক। এছাড়াও নেতা মন্ত্রী বাদে জানাজায় অংশ নিতে ঢল নামে সাধারণ মানুষের। ভিড়ের পরিমাণ এত ছিল যে তা সামলাতে পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584