নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
করোনা হাসপাতাল হিসেবে পরিচিত মেদিনীপুরের আয়ুষ করোনা হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল জানান, পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। তাই মেদিনীপুরের আবাস এলাকায় থাকা আয়ুষ লেভেল-২ করোনা হাসপাতাল আগামী ১৬ই ডিসেম্বর থেকে বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘সারি’ ইউনিট ও শালবনির লেভেল-৪ করোনা হাসপাতাল চালু থাকছে। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। আগের মত করোনা সংক্রমণে আক্রান্ত হওয়া রোগীর সংখ্যাও নেই।
তাই রাজ্য সরকারের নির্দেশ মত পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্য দফতর আয়ুষ করোনা হাসপাতালটিকে বন্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এর আগে মেদিনীপুর শহরের তাঁতিগেড়িয়া এলাকায় থাকা একটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ কোচবিহারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে দিনহাটায় কলেজ স্থাপনের দাবি তুলতে চলেছেন সিতাইয়ের বিধায়ক
এবার আয়ুষ করোনা হাসপাতালটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে আসছে, পশ্চিম মেদিনীপুর জেলার জনজীবন স্বাভাবিক হয়েছে।তাই আর ওই হাসপাতালে কোনো রুগী না আসায় ওই হাসপাতালটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নিমাই চন্দ্র মন্ডল জানান।
তিনি আরও বলেন যে আয়ুষ করোনা হাসপাতাল বন্ধ হলেও করোনা রোগীদের চিকিৎসার জন্য কোন ত্রুটি রাখা হবে না। যদি কোন মানুষ করোনা তে আক্রান্ত হয় তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584