সুদীপ পাল,বর্ধমানঃ
তিনি বলেছিলেন ‘আর আসব না’। যা শুনে বিরোধী প্রার্থী লিখলেন, ‘ধন্যবাদ।’ তিনি আরও লিখেছেন, ‘আপনি যেভাবে সুপার-এন্টারটেন করেছেন,তার জন্য আসানসোল আপনাকে মনে রাখবে।’

আসানসোলের যুযুধান দুই পক্ষ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। প্রার্থী নির্বাচিত হওয়ার পর প্রথম থেকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন বলেছিলেন, এই আসনে জয়লাভ তাঁর পক্ষে সহজ। কিন্তু কার্যত অন্য ছবি দেখা গেল ভোটের গণনার দিন। গণনার প্রথম থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়।
Thank you ! But Asansol will always remember you for the super-entertainment you provided us with you Legendary Acts & deeds here https://t.co/cLIy09omlE
— Babul Supriyo (@SuPriyoBabul) May 24, 2019
প্রসঙ্গত উল্লেখ্য এই আসনে প্রার্থী হবার পর থেকেই মুনমুন সেনের একাধিক মন্তব্য বিতর্কের সৃষ্টি করেছিল। তিনি বলেছিলেন, তাঁর মা অর্থাৎ সুচিত্রা সেনের আত্মার শান্তির জন্য ভোট যেন তাঁকে দেওয়া হয়। এই মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতেও দেখা যায় তাঁকে। ভোটের ফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করা হয় যে, এখন সুচিত্রা সেনের আত্মার কি হবে? একই সাথে তিনি বলেছেন, আর তিনি আসবেন না আসানসোলে।
আরও পড়ুনঃ ফ্রেমটা পাল্টেছে মালটা একই আছে,চায়ের আড্ডায় দিলীপের মত
সেই কথাটি উল্লেখ করে তীর্যক মন্তব্য ছুঁড়ে দিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি লিখলেন, আসানসোলের মানুষকে যে ধরনের আনন্দ দান মুনমুন সেন করেছে তার জন্য আসানসোলবাসী চিরকাল তাঁকে মনে রাখবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584