সুদীপ পাল, বর্ধমানঃ
আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় জল প্রকল্পের অনুদান বিষয়ে সরব হলেন। তাঁর অভিযোগ, কুলটি জলপ্রকল্প কোন সরকারের টাকায় তৈরি হচ্ছে তা নিয়ে তৃণমূল পরিচালিত পৌরসভা বিভ্রান্তি সৃষ্টি করছে।
বাবুলের অভিযোগ, কেন্দ্রের অনুদানের কথা পুরসভা স্বীকার করছে না। তিনি বলেন, আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি দাবি করছেন এই প্রকল্পটি রাজ্য সরকারের টাকায় হচ্ছে। কিন্তু তা ঠিক নয়।
আরও পড়ুনঃ গৃহহীন-ভবঘুরেদের কম্বল দান
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি নিয়ে জনসচেতনতায় উদ্যোগ নেন বাবুল। কিন্তু পরে টুইট রি-টুইটের ক্ষেত্রে বাবুল বলেন, তাঁকে যেভাবে বিভিন্ন ভাষায় আক্রমণ করা হচ্ছে তাতে তাঁর রুচিতে বাধছে নতুন করে জবাব দিতে। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় টুইট করা বন্ধ করেছেন এই বিষয়ে।
বিষয়টি নিয়ে যদিও আসানসোলের মেয়র তৃণমূলের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, কোন সরকারের অনুদান এই কাজ হচ্ছে তা দেখেই মানুষ বুঝতে পারবে। বাবুলের অভিযোগকে মিথ্যা বলে পুরোপুরি অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584