নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মন্ত্রিত্ব হারানোর পর থেকেই বাবুল সুপ্রিয়র অনেকটাই কাজ বেড়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক থেকে টুইটার…সর্বত্র চষে বেড়াচ্ছেন সারাদিন। এমনকি মেগা-রদবদল ঘটিয়েছেন নিজের টুইটার বায়ো-তেও।
পরিবর্তিত টুইটার বায়োতে বাবুল লিখলেন, তিনি আদৌ ভালবেসে রাজনীতিক নন। তিনি ‘সিঙ্গার বাই হার্ট’,প্রাক্তন ‘ব্যাংকার’‘ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী। আরো আছে, বাবুল লিখেছেন, তিনি যা ভালবাসেন, তা তাঁর হৃদয় এবং মস্তিষ্ক দিয়েই ভালোবাসেন অর্থাৎ তিনি ভালোবেসে গায়ক, কিন্তু ‘ভালোবেসে’ রাজনীতিবিদ নন। রাজনীতিতে আছেন কাজ করার জন্য। তবে তা রাজনীতিকে হৃদয় দিয়ে ভালোবেসে নয়। বরং, তাঁর ভালোবাসা গাড়ি, বাইক এবং পোষ্য নিয়ে।
ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যায়, মোদী মন্ত্রিসভার রদবদলের অব্যবহিত আগে বাবুল ফেসবুকেই জানিয়েছিলেন, তাঁকে ইস্তফা দিতে বলা হয়েছে। সে নিয়ে বুধবার রাতেই বাবুলকে নিশানা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মোদী মন্ত্রিসভা থেকে বাদ যাওয়া ১২ মন্ত্রীর একজনও বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাবুলের মতো মন্তব্য করেননি। দিলীপ বলেন, যদি বাবুলকে বরখাস্ত করা হত, তা হলে কি ভাল হত? পদ্ধতি মেনেই বাবুলকে পদ ছাড়তে বলা হয়েছে।
এর পরেও বাবুল ফেসবুকে একের পর এক পোস্ট করেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে একটি খবরের উল্লেখ করে সরাসরি দিলীপকে উদ্দেশ্য করে বাবুল লেখেন, ‘রাজ্য সভাপতি হিসেবে মনের আনন্দে দিলীপদা অনেক কিছুই বলেন। রাজ্য সভাপতি হিসেবে তিনি সবার শ্রদ্ধার পাত্র!’ বাবুল নিজেও আন্তরিক শ্রদ্ধা জানান প্রিয় দিলীপদাকে। এই প্রসঙ্গে দিলীপবাবু শনিবার সংবাদমাধ্যমকে বলেন, “দলের পক্ষ থেকে সবটাই পরিষ্কার করে বলে দিয়েছি। যাঁদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাঁদেরই সমস্যা হচ্ছে। তাঁদের কিছু গন্ডগোল আছে।”
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী সহযোগিতা করলেই দ্রুত কার্যকর হবে সিএএঃ দিলীপ ঘোষ
উল্লেখ্য, বাবুল নিজের গানের এলবাম ‘যদি জানতেম’-এর একটি গানও পোস্ট করেছেন যার কিছু শব্দবন্ধ হল “তোমরা যা বলো তাই বলো.. আমার লাগে না মনে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584