Breaking: ফুল বদল! পদ্ম ছেড়ে ঘাসফুলে বাবুল সুপ্রিয়

0
128

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

ফের ‘খেলা’ বঙ্গ বিজেপিতে। রাজনীতি ছেড়ে দেব বলেছিলেন এক মাস আগে। তার পরেই ঘুরলো খেলা। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় আজ শনিবার অভিষেকের হাত ধরে যোগ দিলেন তৃনমূলে। একুশের মহারণে বিজেপির পর্যুদস্ত হওয়া এবং তার কিছুদিন পরেই মোদী মন্ত্রীসভা থেকে নাম কাটা যাওয়ায় বাবুল যে বড়ই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তা একাধিক বার বোঝা গিয়েছে তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে। শেষে প্রায় এক মাস আগে জানান, রাজনীতি থেকেই সরে যাবেন। কিন্তু সব হিসেব ওলট পালট করে দিয়ে সেই রাজনীতিতেই ফিরলেন বাবুল শুধু রঙ বদলে গেল।

Babul supriyo joins tmc

বাবুলের এই রঙ বদল ঘিরে আপাতত তোলপাড় বঙ্গ রাজনীতি। এমন ঘটনায় যে যারপরনাই অস্বস্তিতে বঙ্গ বিজেপি তা বলাই বাহুল্য। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখে কুলুপ এঁটে জানিয়েছেন, যা বলার কেন্দ্রীয় নেতৃত্ব বলবেন। একরাশ ক্ষোভ উগরে দিয়ে রাহুল সিনহার বক্তব্য, পদ না পেলেই এই যে দল বদল তা গণতন্ত্রে কাম্য নয়।

তবে বাবুলের দল্ বদলে অবশ্য ‘ঝালমুড়ি ডিল’ খুঁজে পেয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। নিজের ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন, ‘তার মানে “ঝাল-মুড়ি”র রফা আগেই হয়ে গেছিল, just অপেক্ষা করা হচ্ছিল রাজ্যসভা তে কিভাবে পাঠানো যায়!!! তাই হয়তো বেচারী অর্পিতা দেবীকে এত তড়িঘড়ি করে রাজ্যসভা ছেড়ে থিয়েটারে মন দিতে বলা…’

Anupam Hazra

অন্যদিকে বাবুলকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন কৃষ্ণনগরের তৃনমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি লেখেন, অভিনন্দন লোকসভা সহকর্মী বাবুল সুপ্রিয়! এখন থেকে এক দলে থেকে ব্যাটিং করা যাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here