সুদীপ পাল,বর্ধমানঃ
আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় হুঁশিয়ারি দিলেন উন্নয়নের কাজে পুরসভা বাধা দিতে চাইলে মানুষ প্রতিরোধ করবে।জামুরিয়া বাসস্ট্যান্ডের বিজয় উৎসব উপলক্ষ্যে আয়োজিত সভায় বাবুল বলেন, “ভোটের প্রচারে গিয়ে বিভিন্ন জায়গায় জলের সমস্যা ছিল, সেগুলি মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম।সব জায়গায় জল পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।
পুরসভার পদাধিকারীরা যদি উন্নয়নের এই কাজে বাধা দেয় তাহলে মানুষ রুখে দাঁড়াবে।” মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন তার কারণ হিসেবে তিনি বলেন, তৃণমূল নিয়ম করে তোলাবাজি করেছে। তাই বিরক্ত হয়েছে মানুষ। বিজেপি কর্মীদের বাবুল পরামর্শ দেন, কোন প্ররোচনায় পা না দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে এলাকার উন্নতির কাজ করতে হবে।
আরও পড়ুনঃ লাল ডায়েরিতে নাম তোলার হুঁশিয়ারি সায়ন্তন বসুর
বাবুলের এই বক্তব্যের পাল্টা বক্তব্য রাখতে গিয়ে আসানসোলের মেয়র তথা জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, “উনি (বাবুল) কোথায় জলের ব্যবস্থা করেছেন তা জানা নেই। তবে বাধা দেওয়ার কোন প্রশ্ন নেই।”তোলাবাজির যে অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে, তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মেয়র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584