মদের আসরে মুখ্যসচিব- মুখ্যমন্ত্রীর ভাই! ফেসবুকে পোস্ট করে প্রশ্ন বাবুলের

0
674

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এর আগেও বাঙুর হাসপাতালে করোনা ওয়ার্ডে মৃতদেহের সারির একটি ভিডিও প্রকাশ করে হুলুস্থুলু ফেলে দিয়েছিলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এবার ফের সোশ্যাল মিডিয়ায় আরও একটি বোমা ফাটালেন তিনি। যা গিয়ে লাগল একেবারে মুখ্যমন্ত্রীর অন্দরমহলে। এবার তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় যে ছবি দিলেন, তাতে দেখা যাচ্ছে, মুখ্যসচিব রাজীব সিনহার সঙ্গে মদ্যপানের আসরে মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন আবার তিন মহিলাও।

Post | newsfront.co
বিতর্কিত সেই ছবি। বাবুল সুপ্রিয়র ফেসবুক পেজ থেকে

এই ছবি প্রকাশ করে বিজেপির দাবি, মুখ্যসচিব আসলে প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তি নন, শাসক দলের অনুগত সৈনিক। এক দলত্যাগী তৃণমূল নেতার কাছ থেকে এই ছবি পেয়েছেন বাবুল সুপ্রিয়, এমনই দাবি করেছেন ওই সাংসদ।

তবে এই ছবিটি যে এখনকার নয়, সে কথাও জানানো হয়েছে। সূত্রের খবর, ২০১৩ সালে তোলা ওই ছবি। সেবছরই পশ্চিমবঙ্গে বদলি হয়ে আসেন রাজীব সিনহা। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রধান সচিবের দায়িত্ব পান তিনি। ৪ বছর সেই দায়িত্বে ছিলেন তিনি।

আরও পড়ুনঃ আরজিকর সিসিইউ বিভাগের নার্স আক্রান্ত! কোয়ারেন্টাইনে ৩ চিকিৎসক-সহ ১০জন

fb post | newsfront.co
বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্টের স্ক্রিনশট

ছবিটি প্রকাশ করে বাবুল লিখেছেন, ‘কারও ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়ে নোংরামি করার মানসিকতা বা রুচি আমার নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর ভাইকে একই ছবিতে দেখা যাচ্ছে। বিজেপি কোনও গোপন ক্যামেরায় এই ছবি তোলেনি।’ সঙ্গে বাবুলের প্রশ্ন, ‘মাননীয় মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক ব্যানার্জি চিফ সেক্রেটারির সাথে ড্রিঙ্ক করছেন কেন সেই প্রশ্ন উঠবে না? তৃণমূলের সাথে ওনার কোনও অশুভ আঁতাত রয়েছে কি না সেটাই প্রশ্ন।’

যদিও তৃণমূলের তরফে এ নিয়ে কোনও বক্তব্য প্রকাশ করা হয়নি। তবে ছবিটি যে সময়ের, তখন রাজীব সিনহা মুখ্যসচিব ছিলেন না। তাই পুরনো ব্যক্তিগত ছবি যদিও সত্যিও হয়, তা প্রকাশ করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে দাবি তৃণমূল কর্মীদের একাংশের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here