পিয়ালী দাস,বীরভূমঃ
অন্তঃসত্ত্বা মহিলার বাচ্চা নষ্ট করে দেওয়ার হুমকি সরকারি ডাক্তারের বিরুদ্ধে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটল এমন ঘটনা।রোগীকে মারধর, রোগীর আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার না করা এমন অভিযোগ ভুরি ভুরি। এবার খোদ সরকারি হাসপাতালে অন্তঃসত্ত্বা মহিলার বাচ্চা নষ্ট করে দেওয়ার হুমকির অভিযোগ ডাক্তার সব্যসাচী ভৌমিকের বিরুদ্ধে।এমন ঘটনায় স্তম্ভিত হাসপাতালে চিকিৎসা করাতে আসা অন্যান্য রোগী ও রোগীর পরিবারেরা।
সিউড়ি থানার অন্তর্গত গরুঝড়া গ্রামের বাসিন্দা হোসনা বিবি অন্তঃসত্ত্বা অবস্থায় পেটে ব্যথা নিয়ে গতকাল সকাল দশটা নাগাদ ভর্তি হয় সিউড়ি সদর হাসপাতালে। এরপর দিনভর সুলভ চিকিৎসা না পাওয়ায় অভিযোগ জানাই ভৌমিককে।ডক্টর ভৌমিক ও হাসপাতালে কর্মরত নার্সদের বারবার জানিয়েও কোনো লাভ হয়নি, এরপর বাধ্য হয়ে সন্ধ্যা নাগাদ ফের নার্সদেরকে বলতে গিয়েই বিপত্তি। অভিযোগ নার্সদেরকে বলতে গেলে কর্মরত নার্সেরা ব্যাপক বকাঝকা শুরু করে রোগী ও রোগীর দিদি নাসিফা বিবিকে।ডক্টর ভৌমিক নাসিফা বিবিকে মারধর করে ওয়ার্ড থেকে বের করে দেয় বলে অভিযোগ, হাতে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় তার।নিরুপায় হয়ে দুই বোনে কান্নাকাটি করতে থাকলে রোগীর পেটে থাকা বাচ্চা নষ্ট করে দেওয়ার হুমকি দেয় ডাক্তার।হোসনা বিবির মতে ডাক্তারবাবু বলেন আগামী তিন দিন তুই আমার হাতে থাকবি, তোর বাচ্চা আমি মেরে দেবো।এরপর আজ সকালে পরিবারের লোককে ঘটনার কথা জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবারের লোকজন। ডক্টর ভৌমিকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে রোগীর পরিবার।ডাক্তারের কঠোর শাস্তি দাবি করছে পরিবারের লোকজন।
যদিও এখন অবধি ডাক্তার বা হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: বিজেপি থেকে তৃনমূলে, দখলে এল পঞ্চায়েত বোর্ড
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584