নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ
দলবদলের গুঞ্জনের মধ্যেই আজ তপনের দাড়ালহাটে তৃণমূলের ডাকা এক জনসভায় উপস্থিত থেকে আগামী বিধানসভা ভোটের দিকে লক্ষ রেখে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর গুনগান করে বক্তব্য রাখলেন তপনের বিধায়ক বাচ্চু হাসদা।
যদিও গতকাল পর্যন্ত সংবাদ মাধ্যমে দল তাকে কোন কাজে ডাকে না বলে হা হুতাশ প্রকাশ করেছিলেন তপনের বিধায়ক বাচ্চু বাবু। আর তারপরেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে দক্ষিণ কোচবিহারের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর দলবদলের মত তারও বিজেপি তে যাওয়া নিয়ে জোর জল্পনা ছড়িয়ে পড়ে।
কিন্তু আজ তপনের দাড়ালহাটে দলের ডাকা এক জনসভায় দাঁড়িয়ে একদিকে তৃণমূল নেত্রীর উন্নয়নের জোর প্রশংসা করেন, অন্যদিকে বিজেপির কড়া সমালোচনা করে সব জল্পনায় জল ঢেলে দেন। যদিও তারপরও তার দলবদল নিয়ে জেলায় চলা জোর চর্চার কোন খামতি নেই। জেলায় হাওয়ায় ভেসে বেড়াচ্ছে, শুধু তপনের বিধায়ক বাচ্চু হাসদাই নয় অন্য আরও কয়েকজন নেতা নেত্রীও নাকি বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছে।
আরও পড়ুনঃ মাদারিহাট বীরপাড়ায় তৃণমূলের সভায় অনেক নেতাই অনুপস্থিত
যদিও বিজেপি নেতৃত্বকে এব্যাপারে প্রশ্ন করা হলে তারা প্রশ্ন শুনে মুচকি হেসে পাশ কাটিয়ে যাওয়ায় সেই জল্পনার গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।এদিকে আজকের এই জনসভায় তপনের বিধায়কের উপস্থিত থাকার পাশাপাশি জেলা তৃণমূল সভাপতি গৌতম দাস সহ জেলা তৃণমূলের প্রায় সিংহ ভাগ নেতৃত্বই এই সভায় উপস্থিত ছিলেন। যদিও তপনের বিধায়ক জল মেপে নিলেন বলে জেলার রাজনৈতিক মহলের একাংশের ধারণা।
আরও পড়ুনঃ বুকের পাটা থাকলে নাম নিয়ে দেখান! বজবজের সভায় হুংকার অভিষেকের
তপনের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাসদা তার দলবদলের বিষয়টি সংবাদ মাধ্যমের উপর চাপিয়ে দিয়ে নিজের দায় এড়িয়ে বলেছেন তিনি তৃণমূলেই আছেন। আজকের জনসভায় তার বক্তব্যই পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছেন। তাই এখন এই প্রশ্ন ওঠে না। অবশ্য তিনি পরের ব্যাপার পরে দেখা যাবে বলে হেসে এই গুঞ্জনকে পাশ কাটিয়ে যান।
আরও পড়ুনঃ কোন পথে যাবেন মুর্শিদাবাদের শুভেন্দু অনুগামীরা! মুখ খুললেন প্রাক্তন জেলা সভাধিপতি
অপরদিকে জেলা সভাপতি গৌতম দাসকে এব্যাপারে প্রশ্ন করলে তিনিও সব দায় সংবাদ মাধ্যমের উপর চাপিয়ে দিয়ে বলেন আজকের সভায় দাঁড়িয়ে বাচ্চু হাসদা দলের প্রচার যে ভাবে করেছেন তাতে তার দলবদলের কোন প্রশ্নই থাকতে পারেনা। তবে তিনি স্বীকার করেন উনার কিছু ক্ষোভ রয়েছে, যা দল আলোচনা করে মিটিয়ে ফেলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584