নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
পোস্ত উড়ালপুলের পর ভেঙে পরল মাঝের হাট ব্রিজ।জীবনহানি থেকে জখমের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।এরপরই বিভিন্ন ব্রিজের পরিস্থিতি নিয়ে আতঙ্কিত সাধারণ মানুষ।এমনই একটি ব্রিজ হল দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী হিলির যমুনাসেতু সহ জেলার বিভিন্ন সেতুগুলির সংস্কার ও দেখভালের অভাবে হিলির ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী যমুনা সেতুও দক্ষিন দিনাজপুর জেলার বিন্ন ব্লকের ছোট বড় সেতুগুলি দিন দিন বিপদজনক হয়ে পড়ছে।সেতু বিভিন্ন অংশ ভেঙে রয়েছে। একাধিক জায়গায় দেখা দিয়েছে ফাটল।
একটু বৃষ্টিতে সেতুর উপর জমে থাকে জল সব গুলি সেতুর।গুরুত্বপূর্ণ এই সেতুটি সংস্কারে হেলদোল নেই জেলা প্রশাসনের। এদিকে হিলির আন্তর্জাতিক রপ্তানি ব্যবসায় যাতায়াতকারী ওভার লোডিং ট্রাক যাতায়তে আরও ভয়ঙ্কর পরিস্থিতি দেখা দিয়েছে হিলির যমুনা সেতুর।কার্যত প্রাণ হাতে নিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।আমদানি রপ্তানি ব্যবসায়ী তথা হিলি এক্সপোর্ট ইনপোর্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিকাশ মণ্ডল জানান,আমরা কেউ ইঞ্জিনিয়ার নই।তবে হিলির ব্রীজটির বেশ কিছু স্ল্যাপ ভেঙ্গে গেছে। আগাছা জমে গেছে ব্রীজের উপরে।সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিয়মিত দরকার।তা না হলে ব্রীজটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।
আরও পড়ুনঃ শিশুঝুমরায় টানটান উত্তেজনায় লটারিতে জিতে বোর্ড গঠন তৃণমূলের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584